গাইবান্ধায় ঘাঘট নদী থেকে তাসমিন আরা নাজ (৪৩) নামের এক স্কুল শিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার পূর্ব কোমরনই এলাকায় ঘাঘট নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত তাসমিন আরা নাজের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের পূর্ব কোমরনই মিয়াপাড়ায়। তিনি ওই এলাকার মৃত নাজির হোসেনের মেয়ে এবং গাইবান্ধা এন, এইচ মর্ডান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে স্থানীয়রা নদীতে গোসল করতে গিয়ে একটি লাশ দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দিলে নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের মা মোছা. হাসনা হেনা বেগম তার মেয়ে তাসমিন আরার লাশ সনাক্ত করেন।
নিহতের পরিবারের দাবি, দীর্ঘদিন থেকে তাসমিন আরা মানসিক রোগে ভুগছিলেন। আজ সকালে সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে যায়। সকাল থেকে নিখোঁজ থাকার পর দুপুরে নদীতে তার লাশ পাওয়া যায়।
গাইবান্ধা সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) আবু ইকবাল পাশা জানান, নিহতের পরিবার জানিয়েছেন, প্রায় ১০ বছর থেকে তাসমিন আরা মানসিক রোগে ভুগছিলেন। ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলমান আছে। ঘটনার রহস্য অনুসন্ধানে পুলিশ তদন্ত করছে।
Post a Comment