নুরাল পাগলার দরবার থেকে জেনারেটর চুরি করা যুবক গ্রেফতার
রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবার থেকে জেনারেটর চুরি করার অভিযোগে মো. মিজানুর রহমান (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

নুরাল পাগলার দরবার থেকে জেনারেটর চুরি করে নিচ্ছে যাচ্ছে মিজানুর রহমান। ফাইল ছবি
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. শরীফ আল রাজীব এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতার মিজানুর রহমান রাজবাড়ী সদরের লক্ষ্মীকোল সোনাকান্দর এলাকার হারুনুর রশিদের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব সময় সংবাদকে বলেন, নুরাল পাগলার দরবার থেকে জেনারেটর চুরি করে নিয়ে যায় মিজানুর রহমান। আমরা ভিডিও ফুটেজ দেখে বিষয়টি নিশ্চিত হই।
তিনি বলেন, নুরাল পাগলার দরবারে হামলায় ভক্ত রাসেল মোল্লা নিহতের ঘটনায় অজ্ঞাতনামা সাড়ে ৩ থেকে ৪ হাজার জনকে আসামি করে মামলা করেন তার বাবা আজাদ মোল্লা। সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে গোয়ালন্দ ঘাট থানায় দায়ের করা মামলায় হত্যাসহ অগ্নিসংযোগ, লাশ পোড়ানো, ক্ষতিসাধন, চুরি ও জখমের অভিযোগ আনা হয়েছে।
এই মামলায় বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন থেকে ডিবি ও গোয়ালন্দ থানা পুলিশের যৌথ টিম মিজানুরকে গ্রেফতার করে। পরে তার হেফাজত থেকে চুরি হওয়া জেনারেটরটি উদ্ধার করা হয়। মিজানুরসহ সহ এ মামলায় এখন পর্যন্ত মোট ৯ আসামিকে গ্রেফতার করা হলো। মামলার অন্য আসামিদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, শুক্রবার (৫ আগস্ট) জুম্মার নামাজের পর ঈমান-আকিদা রক্ষা কমিটির ব্যানারে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে আগুন দেয়ার পাশাপাশি ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। এ সময় নুরাল পাগলার ভক্তদের সঙ্গে সংঘর্ষে দুই পক্ষের শতাধিক মানুষ আহত হয়। হামলায় নিহত হয় নুরাল পাগলার ভক্ত রাসেল মোল্লা। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে হামলা চালানো হয় পুলিশের ওপর, ভাঙচুর করা হয় দুটি গাড়ি। এতে ১০ থেকে ১২ জন পুলিশ সদস্য আহত হয়। পরে নুরাল পাগলার মরদেহটি কবর থেকে তুলে পুড়িয়ে দেয় হামলাকারীরা।
পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় শুক্রবার রাতেই অজ্ঞাতনামা ৩ হাজার ৫০০ জনকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদী হয়ে থানায় মামলা করেন। এ মামলায় এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
00:01
Post a Comment