স্কুল-কলেজের শিক্ষকদের এমপিও আবেদন নিয়ে নতুন সিদ্ধান্ত

স্কুল-কলেজের শিক্ষকদের এমপিও আবেদন নিয়ে নতুন সিদ্ধান্ত

প্রতি জোড় মাসে বেসরকারি স্কুল-কলেজে কর্মরত শিক্ষকদের এমপিওভুক্তির আবেদন করতে হয়। তবে এ সময়ের পরিবর্তন আনতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিজোড় মাসে এমপিও আবেদন করতে পারবেন শিক্ষক-কর্মচারীরা।

এখন থেকে স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের বিজোড় মাসে এমপিওর আবেদন করতে হবে। ফাইল ছবি
এখন থেকে স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের বিজোড় মাসে এমপিওর আবেদন করতে হবে। ফাইল ছবি 



বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) মাউশির দায়িত্বশীল একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। গত ১১ সেপ্টেম্বর এমপিও কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছিল বলে জানিয়েছেন তারা।


মাউশির এক কর্মকর্তা বলেন, ‘স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীরা বিজোড় মাসে এমপিওর আবেদন করবেন। চলতি সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ পর্যন্ত এমপিওভুক্তির আবেদন করা যাবে। বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হবে।’
আগে স্কুল-কলেজে নতুন যোগদান করা শিক্ষকদের প্রতি জোড় মাসে এমপিও আবেদন করতে হত। প্রতি মাসের ১ থেকে ৬ তারিখের মধ্যে প্রধান শিক্ষককে এ আবেদন সাবমিট করতে হয়। পরবর্তীতে উপজেলা এবং জেলা শিক্ষা অফিস ফাইল মাউশির আঞ্চলিক কার্যালয়ে ফরোয়ার্ড করেন। আঞ্চলিক কার্যালয় মাউশির ইএমআইএস সেলে আবেদন পাঠালে সভা করে এমপিওভুক্তির সিদ্ধান্ত নেয়া হয়। তবে এখন থেকে বিজোড় মাসে এমপিওভুক্তির আবেদন করা যাবে।
Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post