জেলা শ্রমিক লীগ সভাপতির ঝুলন্ত লাশ উদ্ধার

 


মুন্সিগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস আলীর লাশ গাজীপুর শহরের একটি ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে শহরের উত্তর ছায়াবিথী এলাকার হাক্কানী হাউজিংয়ের আবেদ প্লাজার ৫ম তলায় একটি কক্ষ থেকে সদর থানার পুলিশ তার লাশ উদ্ধার করে। 

নিহত আক্কাস আলী (৪৭) মুন্সিগঞ্জ সদরের বাগ মামুদালী এলাকার মৃত হাফেজ আলীর ছেলে। তিনি মুন্সিগঞ্জ শহরের মেডিস্টার ডায়াগনস্টিক সেন্টর ও রেনেসা ডায়াগনস্টিক সেন্টারের মালিক।

গাজীপুর মহানগরীর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। 

ওসি জানান, আক্কাস আলী তার বন্ধু জাহিদ হাসান ঢালীর ১৫-২০ দিন আগে ওই ফ্ল্যাটে উঠেন। ব্যবসায়িক লোকসান এবং ঋণগ্রস্থ হয়ে তিনি অর্থসংকটে ছিলেন। আর্থিক সংকটে মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন।

এসব কারণে পারিবারিকভাবে অশান্তিতে ছিলেন। প্রায় সময় পরিবারে লোকজনের সাথে তার ঝগড়াবিবাদ হতো। ইতিপূর্বে তিনি দুইবার আত্মহত্যার চেষ্টা করেন।
ওসি বলেন, সোমবার সকাল সাড়ে ১০টার থেকে বেলা পৌনে তিনটার মধ্যে কোন এক সময় খালি বাসায় সিলিং ফ্যানের সাথে গলায় গামছা পেচিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।

স্থানীয় লোকজন থেকে ৯৯৯ নম্বরের ফোন পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post