ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহিন সরকার

 ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৫ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে আর লড়ছেন না মাহিন সরকার। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। একই সঙ্গে তিনি ওই পদে গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন জানান।

সংবাদ সম্মেলনে সাবেক এনসিপি নেতা মাহিন সরকার বলেন, ‘সব জায়গায় গণঅভ্যুত্থানের শক্তিসমূহের মধ্যে ঐক্য প্রয়োজন। সেজন্য আমি মনে করি, অভ্যুত্থানের প্রথম সারির কেউ যদি ডাকসুতে নির্বাচিত হতে পারেন তাহলে যে কারোর চেয়ে তিনি বেশি দায়বদ্ধ থাকবেন।’ 

তিনি আরও বলেন, ‘আবু বাকের মজুমদার অভ্যুত্থানের একজন অগ্রসেনানী। তিনি যদি বিজয়ী হন সেটা আমার বিজয় বলে সূচিত হবে। আমি আমার সমর্থন আবু বাকের মজুমদারের প্রতি ব্যক্ত করছি।’

প্রসঙ্গত, ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হয়েছিলেন মাহিন সরকার। এ ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ‘গুরুতর শৃঙ্খলাভঙ্গের’ অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করে এনসিপি।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post