দুই কোটি রুপি ও স্বর্ণসহ সরকারি কর্মকর্তা গ্রেপ্তার

সরকারি কর্মকর্তা নূপুর বোরা। ছবি: সংগৃহীত



 আসাম সিভিল সার্ভিসের (এসিএস) একজন কর্মকর্তাকে আয়ের তুলনায় অধিক সম্পত্তি রাখার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। মুখ্যমন্ত্রীর গঠিত বিশেষ ভিজিলেন্স সেলের কর্মকর্তারা নূপুর বোরার বাসায় অভিযান চালায়। এ সময় তার বাসা থেকে নগদ ১ কোটি ৯২ লাখ রুপি ও স্বর্ণ জব্দ করা হয়। এ ছাড়া তার আরও একটি ভাড়া বাড়ি থেকে ১০ লাখ রুপি উদ্ধার করা হয়েছে। খবর এনডিটিভি 

গোলাঘাটের বাসিন্দা নুপুর বোড়া ২০১৯ সালে আসাম সিভিল সার্ভিসে যোগদান করেন। বর্তমানে তিনি কামরূপ জেলার গোরোইমারিতে সার্কেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, বিতর্কিত জমিসংক্রান্ত বিষয়ে জড়িত থাকার অভিযোগে গত ছয় মাস তাকে নজরদারিতে রাখা হয়। তিনি আরও বলেন, এই কর্মকর্তা যখন বরপেটা রাজস্ব সার্কেলে নিযুক্ত ছিলেন তখন অর্থের বিনিময়ে তিনি হিন্দুদের জমি বিক্রি করতেন। এর ফলে আমরা তার বিরুদ্ধে এমন পদক্ষেপ নিয়েছি। 

বিশেষ ভিজিল্যান্স সেলের কর্মকর্তারা নূপুর বোরার সহকর্মীর বাসাতেও অভিযান চালায়। এই কর্মকর্তা বারপেটায় রাজস্ব সার্কেলে দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে অভিযোগ, নূপুর বোরা যখন সার্কেল অফিসার হিসেবে নিযুক্ত ছিলেন, তখন তিনি বরপেটাজুড়ে একাধিক জমি সম্পত্তি দখল করে নেন।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post