ডাকসু নির্বাচনে কারা জিতবেন, সমীকরণ দিলেন তাজনুভা



তাজনুভা জাবিন। ছবি : সংগৃহীত




 ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে মেয়েদের ভোটই সমীকরণ বদলাবে বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিন।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে এ নিয়ে কথা বলেন তিনি।


পোস্টে তাজনুভা লেখেন, ‌‘ছাত্ররাজনীতি না করেও ছোট মুখে একটা বড় কথা বলি, কালকের ডাকসু নির্বাচনে তারাই জিতে বের হয়ে আসবে যারা মেয়েদের ভোট বেশি পাবে। মেয়েদের ভোটই সমীকরণ বদলাবে।’

‘যে মেয়েটা রাজনীতি পছন্দ করে না, চুপচাপ নিজের জগৎ নিয়ে থাকে সেও যাবে কাল ভোট দিতে। এরা চুপচাপ আর অরাজনৈতিক হতে পারে কিন্তু অবুঝ বা অসচেতন না। এরা সব খেয়াল করে।’

তাজনুভা জাবিন আরও বলেন, ‘ঠিক একই জিনিস হবে সামনের জাতীয় নির্বাচনে। যে নারীদের সাইবার বুলিং করেন, যে নারীর রাজনৈতিক হিস‍্যা দিতে এত হিসাব নিকাশ, যে নারীর শ্রমের মূল্য নাই, যে নারীর অধিকার, স্বাধীনতায় বিশ্বাস করেন না, যে নারীকে মানুষ মনে করেন না, সে নারীর দিকে তাকায় থাকতে হবে জেতার জন‍্য। আর দিনে দিনে সেটা আরও বাড়বে। এখন আর আগের দিন নাই।’

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post