বাংলাদেশ সেনাবাহিনী সতর্ক করে দিয়েছে যে মুক্তিযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধকে কোনোভাবেই অবমাননা বা ছোট করার চেষ্টা সহ্য করা হবে না। সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সামরিক অপারেশন অধিদপ্তরের কর্নেল স্টাফ কর্নেল এম শফিকুল ইসলাম এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছে। অতীতে যেমন মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা রেখেছি, এখনো রাখি এবং ভবিষ্যতেও রাখব। কোনো ‘মব’ বা অন্য কোনো শক্তি মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধকে অবমাননা করতে পারবে না।
তিনি আরও বলেন, সেনাবাহিনী মোব সহিংসতার ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। যেখানেই মব তৈরি হয়েছে, সেনারা দ্রুত গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। কিছু ক্ষেত্রে দেরি হয়েছে তথ্য পেতে বিলম্ব হওয়ায়।
কর্নেল শফিকুল বলেন, সেনাবাহিনী আগামী ফেব্রুয়ারিতে নির্ধারিত জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত এবং নির্বাচন কমিশনের (ইসি) আনুষ্ঠানিক নির্দেশনার অপেক্ষায় রয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সেনাবাহিনী দায়িত্ব পালন করবে। এখনো কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পাইনি, তবে শিগগিরই পাওয়ার আশা করছি।
সেনা কর্মকর্তা স্পষ্ট করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সেনাবাহিনীর কোনো সম্পৃক্ততা নেই। তিনি গুজব না ছড়ানোর আহ্বান জানান।
গত বছরের জুলাই আন্দোলনের সময় চুরি বা লুট হওয়া অস্ত্রের প্রায় ৮০ শতাংশ উদ্ধার হয়েছে বলে জানান কর্নেল শফিকুল। ১২ হাজার ১১৯টি অস্ত্রের মধ্যে ৯ হাজার ৭৯৪টি এবং ৩ লাখের বেশি গুলি উদ্ধার হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষায় বর্তমানে দায়িত্ব পালনরত সেনারা এখন পর্যন্ত ১৭ হাজার ৯২৬ জনকে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার করেছে, যার মধ্যে গত এক মাসে গ্রেপ্তার হয়েছে ১,২৯৪ জন। এদের মধ্যে কিশোর গ্যাং সদস্য, তালিকাভুক্ত সন্ত্রাসী, ছিনতাইকারী, চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধের সন্দেহভাজনরা রয়েছে।
গত এক মাসে সেনারা ৬৫টি অবৈধ অস্ত্র এবং ২৯৭টি গুলি উদ্ধার করেছে
Post a Comment