এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তির সময় বেঁধে দিলো ইসি

 

এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তির সময় বেঁধে দিলো ইসি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন এখন থেকে সর্বোচ্চ ৪৫ দিনের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তির সময় বেঁধে দিলো ইসি


সম্প্রতি অনুষ্ঠিত এক মাসিক সমন্বয় সভায় এনআইডি অনুবিভাগের সকল পরিচালক ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে এই নির্দেশনা দেয়া হয়।


ইসি কর্মকর্তারা জানান, এনআইডি সংশোধনের আবেদন এখন আর ফেলে রাখার কোনো সুযোগ নেই। যত জটিল আবেদনই হোক-না কেন, ৪৫ দিনের মধ্যে তা অবশ্যই নিষ্পত্তি করতে হবে।
এনআইডি অনুবিভাগের পরিচালক (পরিচালনা) মো. সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে ফরম-২-কে আদর্শ হিসেবে বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত দেয়ার জন্য আমরা নির্দেশনা দিয়েছি।’

ইসির তথ্য অনুযায়ী, ২০১৪ সাল থেকে চলতি বছরের ১০ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৫৭ লাখ ২৯ হাজার ১৩২টি এনআইডি সংশোধনের আবেদন জমা পড়েছে। এর মধ্যে ৫৬ লাখ ৪১ হাজার ৪৯১টি আবেদন নিষ্পত্তি করা হয়েছে। বর্তমানে পেন্ডিং থাকা আবেদনের সংখ্যা ৮৭ হাজার ৬৪১টি, যা দ্রুত নিষ্পত্তি করা হবে বলে ইসি জানিয়েছে।
Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post