ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত শিক্ষার্থীদের অনুদান দেবে সরকার, পাবেন যারা

ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত শিক্ষার্থীদের অনুদান দেবে সরকার, পাবেন যারা
সংগৃহীত ছবি


দুর্ঘটনায় গুরুতর আহত এবং চিকিৎসাধীন অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের জন্য অর্থ সহায়তা প্রদান করবে সরকার। চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর প্রান্তে এ অনুদানের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীরা অনুদান হিসেবে ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত পেতে পারবেন।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা অনুদান দেয়া হবে। আবেদনকারীদের মধ্য থেকে শিক্ষার্থী নির্বাচন করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে আদেশটি প্রকাশ করা হয়েছে।

অনুদানের জন্য শিক্ষার্থীরা ই-চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেমের https://www.eservice.pmeat.gov.bd/medical লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে। গুরুতর আহত শিক্ষার্থীরা নির্ধারিত লিংক ব্যবহার করে অনলাইনে একবারের জন্য চিকিৎসা অনুদানের আবেদন করতে পারবেন। তবে দুর্ঘটনা ও চিকিৎসা আবেদনের সময়কাল অবশ্যই চলতি অর্থবছরের মধ্যে হতে হবে।

আবেদনকারীদের চিকিৎসা অনুদানের জন্য প্রয়োজন হবে—

স্থানীয় সিভিল সার্জন, সরকারি হাসপাতালের চিকিৎসক অথবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রত্যয়নপত্র

শিক্ষার্থীর চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় রিপোর্ট

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র

এছাড়া অনলাইনে আবেদন করার সময় শিক্ষার্থী বা পিতা-মাতার নিজ ব্যাংক হিসাব নম্বর ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। ব্যাংক হিসাবের প্রমাণ হিসেবে চেকের পাতা বা ব্যাংক স্টেটমেন্ট অনলাইনে আপলোড করতে হবে। শুধুমাত্র পিতা-মাতার মৃত্যু বা অনুপস্থিতিতে আইনগত অভিভাবকের ব্যাংক হিসাব নম্বর ব্যবহার করা যাবে।

ই-চিকিৎসা অনুদান ব্যবহার নির্দেশিকা অনুসরণ করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে শিক্ষার্থীরা ২০২৫-২৬ অর্থবছরের সেপ্টেম্বর-অক্টোবর প্রান্তে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার শেষ তারিখ ৩১ অক্টোবর রাত ১১:৫৯ মিনিট। 

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post