জামায়াতে যোগ দিলেন বিএনপি ও জাপার ৩০ নেতাকর্মী


 পিরোজপু‌রের না‌জিরপু‌রে বিএনপি ও জাতীয় পা‌র্টির রাজনীতি থেকে সরে এসে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দিয়েছেন ৩০ নেতাকর্মী। 

শুক্রবার (১২ সে‌প্টেম্বর) সকাল ১০টায় উপজেলা সদরের দা‌খিল মাদ্রাসা প্রাঙ্গ‌ণে আয়োজিত এক সেন্টার ক‌মি‌টির সমাবেশে তারা জামায়াতের সহযোগী ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। এ সময় তাদের সঙ্গে আরও ৩০ নেতাকর্মী জামায়াতে ইসলামী‌তে যোগদান ক‌রেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জামায়াতে যোগ দেওয়া নেতাকর্মীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- জাতীয় পা‌র্টির না‌জিরপুর উপ‌জেলা সাধারণ সম্পাদক ও না‌জিরপুর সদর বাজার ব‌্যবসায়ী স‌মি‌তির সভাপ‌তি আল আমিন খান এবং বিএনপির স্বেচ্ছা‌সেবক দ‌লের উপ‌জেলার যুগ্ম আহ্বায়ক মো. ইস্রা‌ফিল হাওলাদার।

আলোচনা সভায় উপজেলা জামায়া‌তে ইসলামীর আমির মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপ‌তি‌ত্বে ও মাওলানা আবু দাউদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পি‌রোজপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী। প্রধান আলোচক হিসেবে ছিলেন পি‌রোজপুর জেলা আমির অধ‌্যক্ষ‌ তাফাজ্জল হো‌সেন ফ‌রিদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়া‌তে ইসলামীর অ্যাসিস্ট‌্যান্ড সে‌ক্রেটারি আব্দুর রাজ্জাক, না‌জিরপুর উপ‌জেলা জামায়া‌তের সে‌ক্রেটারি সেনা কর্মকর্তা (অব.) কাজী মোস‌লেহ্ উদ্দিন, উপ‌জেলা যুব‌বিভা‌গের সভাপ‌তি মো. মোস্তা‌ফিজুর রহমান, সে‌ক্রেটারি সিফাতুল্লহ্ বিন বেলালী, শ্রমিক কল‌্যাণ ফেডা‌রেশ‌নের সভাপতি মো. মাফুজুর রহমান, উপ‌জেলা শি‌বি‌রের সভাপ‌তি মো. আবু হা‌নিফ, সে‌ক্রেটারি সা‌কিবুল ইসলাম প্রমুখ।


Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post