ভারতের নাগরিক হয়ে প্রধান শিক্ষকের চাকরি, রয়েছে জমি দখলের অভিযোগ

 ভারতের নাগরিক হয়ে প্রধান শিক্ষকের চাকরি, রয়েছে জমি দখলের অভিযোগ

পাবনা সদর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারতের নাগরিক হয়েও দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত থাকার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। শুধু তাই নয়, একই ব্যক্তির বিরুদ্ধে পাবনা শহরের সরকারি লিজপ্রাপ্ত জমি জালিয়াতির মাধ্যমে নিজের দখলে নেওয়ার চেষ্টার অভিযোগও পাওয়া গেছে।

অভিযুক্তের নাম সুখ রঞ্জন চক্রবর্তী। তিনি পাবনা সদর উপজেলার বালিয়াহালট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। কাগজপত্র অনুযায়ী তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগণা জেলার দক্ষিণ ব্যারাকপুর শহরের সূর্যসেন পল্লির বাসিন্দা এবং তার পিতার নাম নির্মল কুমার চক্রবর্তী। তার নামে থাকা ভারতের ভোটার আইডি কার্ড এবং আধার কার্ডের নম্বরও পাওয়া গেছে।

অভিযোগে বলা হয়, তিনি বাংলাদেশ সরকারের চাকরিবিধি লঙ্ঘন করে সরকারি চাকরিতে নিযুক্ত হয়েছেন। জানা গেছে, তার নামে ভারতে সম্পত্তি রয়েছে এবং তার স্ত্রী ও সন্তানরাও সে দেশে অবস্থান করছেন। এমনকি ছোট ছেলে বাক প্রতিবন্ধী হওয়ায় সেখান থেকে বিশেষ ভাতাও পাচ্ছেন তিনি। প্রায়ই তিনি দীর্ঘ ছুটি নিয়ে ভারতে যাতায়াত করেন বলে জানা গেছে।

এছাড়া, পাবনা শহরে তার শ্বশুরের নামে লিজ নেয়া একটি সরকারি জমি নিজের দখলে নেওয়ার জন্য নানাভাবে জালিয়াতির আশ্রয় নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

এ বিষয়ে তার শ্যালক সুমন কুমার রায় অভিযোগ করে বলেন, “আমার বাবা সরকারি জমি লিজ নিয়ে বসবাস করতেন। বাবা-মা মারা যাওয়ার পর আমাদের কাউকে না জানিয়ে কৌশলে আমার বোনকে একমাত্র উত্তরাধিকারী দেখিয়ে লিজ নবায়নের আবেদন করেছে সুখ রঞ্জন। এখন সে আমাদের নিজ বাড়ি থেকে উচ্ছেদ করতে চায়।”

এ বিষয়ে জানতে চাইলে পাবনার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল কবীর বলেন, “আমাদের কাছে লিখিত অভিযোগ এসেছে এবং প্রয়োজনীয় কাগজপত্রও হাতে পেয়েছি। ইতোমধ্যে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত তদন্ত শেষ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক সুখ রঞ্জন চক্রবর্তী বলেন, “এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমার স্ত্রী ও সন্তানরা পারিবারিক সমস্যার কারণে ভারতে চলে গেছে, বর্তমানে তাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। তদন্ত হলে আমি সব বৈধ কাগজপত্র দেখাতে পারব।”

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post