সিসিটিভি ফুটেজে ধরা পড়লো ফিলিং স্টেশনে যুবককে নির্মম খুন

 


বগুড়া শহরের একটি ফিলিং স্টেশনের অফিসকক্ষে সংঘটিত হয়েছে এক চাঞ্চল্যকর ও নির্মম হত্যাকাণ্ড। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, পাম্পের ভেতরে ঘুমিয়ে থাকা মো. হেলাল (৩৫)–কে মাথায় একের পর এক হাতুড়ির আঘাতে নির্মমভাবে হত্যা করে এক যুবক।

রোববার (৭ সেপ্টেম্বর) সকালে শহরের দত্তবাড়ী এলাকায় অবস্থিত শতাব্দী ফিলিং স্টেশনের অফিস রুম থেকে রক্তাক্ত অবস্থায় হেলালের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত হেলাল সিরাজগঞ্জ সদরের পিপুলবাড়িয়া গ্রামের বাসিন্দা হলেও পরিবার নিয়ে বগুড়ার কাটনারপাড়ায় বসবাস করছিলেন। তিনি ওই ফিলিং স্টেশনে ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন।

প্রকাশিত সিসিটিভি ভিডিওতে দেখা যায়—অপরিচিত এক যুবক অফিস কক্ষে ঢুকে ঘুমিয়ে থাকা হেলালের পেছনে গিয়ে দাঁড়ায়। হঠাৎ করেই সে একটি হাতুড়ি দিয়ে হেলালের মাথায় জোরে আঘাত করে। হেলাল হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করলেও একাধিকবার আঘাত চালিয়ে যায় ঘাতক। এরপর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে সে।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অফিস কক্ষ ঘিরে রাখে এবং ক্রাইম সিন ইউনিট ডেকে আনা হয়। এ বিষয়ে বগুড়া সদর থানার এসআই নুরুজ্জামান বলেন, 'আমরা মরদেহ উদ্ধার করেছি। সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে। খুনি শনাক্তের চেষ্টা চলছে।'

এখনও হত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। খুনি হয়তো হেলালের পরিচিত ছিল, কিংবা ফিলিং স্টেশনের লেনদেন সংক্রান্ত কোনো বিষয়ও জড়িত থাকতে পারে।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post