যাত্রীবেশে অটোরিকশা ছি'ন'তা'ই, চক্রের ৬ সদস্য গ্রেফতার বিস্তারিত কমেন্টে...

 

যাত্রীবেশে অটোরিকশা ছিনতাই, চক্রের ৬ সদস্য গ্রেফতার

যাত্রীবেশে অটোরিকশা ছিনতাই চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে ফেনী জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া অটোরিকশার খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

রোববার (৭ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে যাত্রীবেশে অটোরিকশা ছিনতাই চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করে ফেনী জেলা গোয়েন্দা পুলিশ।

পুলিশ জানায়, রোববার (৭ সেপ্টেম্বর) অভিযানে প্রথমে তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- ফেনী সদর উপজেলার উত্তর চাড়িপুর এলাকার এমদাদুল ইসলাম পাভেল (২১), চৌদ্দগ্রাম উপজেলার মনোহর আলী মনা (২১) এবং লক্ষ্মীপুরের কমল নগরের মো. রাশেদ (১৯)।

 
পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আরও তিনজনকে গ্রেফতার করা হয়। এই তিনজন হলেন-ফেনী সদর উপজেলার ইলাশপুরের ইয়াছিন মানিক ওরফে বোমা মানিক (৪০), নোয়াখালীর সুধারামপুরের নুরুল আমিন শুকুর (২৮) ও ফেনী সদর উপজেলার দেবীপুরের এনামুল হককে (৫০)। 
 
পুলিশ জানায়, গত ৪ সেপ্টেম্বর রাতে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের হোটেল ডিলাক্সের সামনে থেকে যাত্রীবেশে রিকশায় ওঠেন তিনজন ছিনতাইকারী। মহিপাল যাওয়ার কথা বলে তারা ভাড়া ঠিক করেন। ফতেহপুর ফ্লাইওভারের নিচে গিয়ে চালককে ছুরিকাঘাত করে অটোরিকশাটি নিয়ে যায় তারা।
এ ঘটনায় গত শনিবার (৬ সেপ্টেম্বর) ভুক্তভোগী চালক মো. শাহিদ ফেনী মডেল থানায় একটি মামলা করেন। এরপর আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ। এরপর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করা হয়। 
 
ফেনী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, ছিনতাইয়ের পর অটোরিকশাটি বোমা মানিকের কাছে হস্তান্তর করা হয়। মানিক ও শুকুর মিলে রিকশার একটি অংশ বাথানিয়া মসজিদের পুকুরে ফেলে রেখে চাকা ও ব্যাটারি আলাদা করে বিক্রি করে।
 
তবে রোববার অভিযান চালিয়ে অটোরিকশার তিন খণ্ড, তিনটি চাকা ও চারটি ব্যাটারি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। এরপর রোববার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়। 
 
Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post