ঘরে অসুস্থ স্বামী, গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণ

 


বগুড়ার ধুনট উপজেলায় অসুস্থ স্বামীর ঘরে থেকে গৃহবধূকে (২৫) তুলে নিয়ে পাশের ঘরে ধর্ষণের অভিযোগে শাহ জামাল (৪০) নামে প্রবাস ফেরত যুবকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। 

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। শাহ জামাল উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের আব্দুর রশিদের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার চালাপাড়া গ্রামের হতদরিদ্র পরিবারের নারী একই এলাকার রাঙ্গামাটি দিদারপাড়া গ্রামে এক বৃদ্ধের সঙ্গে বিয়ে হয়। ওই নারীর স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ ও শারীরিকভাবে অক্ষম। এ সুযোগে প্রতিবেশী শাহ জামাল ওই নারীকে নানাভাবে প্রলোভন দিতে থাকেন। এক পর্যায়ে ২ জুন দুপুর ১২টায় ওই নারী স্বামীর বাড়ির অদূরে ভুট্টা ক্ষেতে কাজ করছিলেন। এসময় শাহ জামাল ভুট্টা ক্ষেতে ওই নারীকে ধর্ষণ করে। এ ঘটনাটি প্রকাশ না করার জন্য তাকে হুমকি দেয় শাহ জামাল।

এরপর ১৫ জুন বিকেল ৪টায় ওই গৃহবধূ অসুস্থ স্বামী নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন। এই সুযোগে শাহ জামাল ঘর থেকে গৃহবধূকে তুলে নিয়ে পাশের ঘরে দ্বিতীয় দফায় ধর্ষণ করে। এসময় তার চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌঁছালে শাহ জামাল কৌশলে সটকে পড়েন। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ২৭ আগস্ট বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলার আবেন করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে ধুনট থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আদেশ দেন। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, আদালতের আদেশে থানায় ধর্ষণ মামলা রেকর্ড করা হয়েছে। এ মামলার আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুনঃ
Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post