পেট্রল পাম্পের ক্যাশিয়ার হত্যা: মাত্র ১৫ সেকেন্ডে মৃত্যু নিশ্চিত করে রতন

 


বগুড়ায় পেট্রল পাম্পের এক কর্মকর্তাকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে রাকিবুল ইসলাম ওরফে রতন (২৬) নামের এক কর্মচারীকে আটক করা হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকা থেকে তাকে আটক করে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।


এদিকে বগুড়া শহরের শতাব্দী ফিলিং স্টেশনে হত্যাকাণ্ডের সিসি ফুটেজ সময় সংবাদের হাতে এসেছে। এতে দেখা যায়, রতন একটি হাতুড়ি দিয়ে মাত্র ১৫ সেকেন্ডে ইকবালের মাথায় ১৩ বার আঘাত করে। পরে মৃত্যু নিশ্চিত হলে রতন পালিয়ে যায়।

 
রোববার রতনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির পুলিশের ওসি ইকবাল হাসান। তিনি জানান, হত্যার ঘটনার পরপর রতন বগুড়া থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। 
তবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কালিয়াকৈর মৌচাক এলাকা থেকে তাকে ডিবি টিম আটক করে। আটকের সময় তার কাছে নিহতের মোবাইল ফোন ও নগদ ৩৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
গত শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় শতাব্দী ফিলিং স্টেশনের অফিসকক্ষে ক্যাশিয়ার ইকবাল হাসান হেলালকে (৩৫) হত্যা করা হয়। সকালে পাম্পের অন্য কর্মীরা হেলালকে মৃত অবস্থায় পায়।
 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রতন জানিয়েছে, ফিলিং স্টেশনে বেশ কিছুদিন ধরে তেল চুরি হচ্ছিল। এই তেল চুরির জন্য তাকে দায়ী করে ইকবাল। সেই ক্ষোভ থেকে তাকে হত্যা করে রতন। ডিবি পুলিশের ওসি জানান, আটকের পর রতনকে বগুড়ায় নিয়ে আসা হচ্ছে। কাল এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
 
নিহত ইকবাল হোসেন সিরাজগঞ্জ সদরের পিপুলবাড়িয়া গ্রামের বাসিন্দা। অন্যদিকে আটক রতন বগুড়ার শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
 
Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post