নতুন কাপড় না ধুয়ে পরলে নামাজ হবে কি?

 

নতুন কাপড় না ধুয়ে পরলে নামাজ হবে কি?






প্রশ্ন : আমরা অনেক সময় বাজার থেকে নতুন কাপড় কিনে এনে না ধুয়ে পরিধান করি এবং তা পরে নামাজও পড়ি। অথচ নতুন কাপড় সুতা থেকে শুরু করে পূর্ণ কাপড় হওয়া পর্যন্ত অনেকগুলো পর্যায় অতিক্রম করতে হয়। যেখানে পবিত্রতা-অপবিত্রতার প্রতি খেয়াল রাখা হয় না। জানার বিষয় হলো, নতুন কাপড় না ধুয়ে তা পরিধান করে নামাজ পড়া সহিহ হবে কি? 

-মুহাম্মাদ যাকারিয়া, ফরিদপুর


উত্তর : এ ধরনের পরিধেয় বস্ত্র নতুন হলেও নাপাক হওয়ার বিষয়ে নিশ্চিত না হলে তা পাক ধরা হবে। নিছক সন্দেহ বা মনের ধারণার ভিত্তিতে তা নাপাক বলা যাবে না। নতুন কাপড়ে যেহেতু নাপাক লাগার কোনো আলামত পাওয়া যায় না তাই মূলত তা পবিত্র। হ্যাঁ, কোনো কাপড়ে নাপাকি লাগা নিশ্চিত হলে কিংবা প্রবল ধারণা হলে সেটি অপবিত্র বলে গণ্য হবে। অতএব নতুন কাপড় না ধুয়ে পরিধান করা ও তা গায়ে দিয়ে নামাজ পড়া জায়েজ। তবে ধুয়ে পরাই ভালো। (মুসান্নাফ ইবনে আবী শায়বা : ৪/৩৬২)

নতুন পোশাক পরিধান করে যে দোয়া পড়বেন


হজরত আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, নবীজি (সা.) নতুন পোশাক পরিধান করলে আল্লাহর শুকরিয়া আদায় করে এই দোয়া পড়তেন,

اللَّهُمَّ لَكَ الحَمْدُ أَنْتَ كَسَوتَنِيه أسْألك خَيرِهِ وخَيْرَ ما صُنع لَهُ وأعُوذُ بِكَ مِنْ شرِّه وشَرَّ ما صُنِعَ لَهُ

উচ্চারণ : আল্লাহুম্মা লাকাল হামদু আনতা কাসাওতানিহি আসআলুকা খাইরাহু ওয়া খাইরা মা সুনিআ লাহূ, ওয়া আউযুবিকা মিন শাররিহী ওয়া শাররি মা সুনিআ লাহূ।

অর্থ : হে আল্লাহ, সমস্ত প্রশংসা আপনারই, আপনিই এ পোশাকটি আমাকে পরিধান করিয়েছেন। আমি আপনার কাছে এই পোশাকের কল্যাণ ও যে উদ্দেশ্যে এটি প্রস্তুত করা হয়েছে তার কল্যাণ প্রার্থনা করছি এবং এই পোশাকের অনিষ্ট থেকে ও যে উদ্দেশ্যে এটি প্রস্তুত করা হয়েছে তার অনিষ্ট থেকে আশ্রয় চাই। (আবু দাউদ : ৪০২০)

উৎস : মাসিক আল কাউসার



Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post