তারেক রহমান-রুমিনের ছবি বিকৃতি: জামায়াত নেতাকে পদ থেকে অব্যাহতি

 

তারেক রহমান-রুমিনের ছবি বিকৃতি: জামায়াত নেতাকে পদ থেকে অব্যাহতি

তারেক রহমান-রুমিনের ছবি বিকৃতি: জামায়াত নেতাকে পদ থেকে অব্যাহতি
গন্ধর্ব্যপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর অব্যাহতিপ্রাপ্ত আমির ইলিয়াস হোসেন। ছবি: সংগৃহীত

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর ইউনিয়নে ফেসবুকে বিকৃত ছবি শেয়ার করায় ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইলিয়াস হোসেনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি তার সদস্য পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মো. বিল্লাল হোসেন মিয়াজি।

জানা গেছে, ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি নেত্রী রুমিন ফারহানার বিকৃত ছবি শেয়ার করেন। এ ঘটনায় চরম অসন্তোষ তৈরি হয় বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে।

শুক্রবার সকালেই উপজেলার পালিশারা গ্রামে এ নিয়ে জামায়াত ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হওয়ার অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব কাজী জসিম অভিযোগ করেন, ‘বৃহস্পতিবার রাতে ইলিয়াস হোসেন আপত্তিকর পোস্ট দিলে শুক্রবার সকালে তার কাছে ব্যাখ্যা চাইতে গেলে জামায়াত কর্মীরা অতর্কিত হামলা চালায়।’

অন্যদিকে, উপজেলা জামায়াত নেতা মাওলানা মোজাম্মেল হোসেন পরাণ বলেন, ‘পোস্টটি রাতেই মুছে ফেলা হয় এবং ইলিয়াস হোসেন দুঃখ প্রকাশ করে আরেকটি পোস্ট দেন। এরপরও মসজিদ কমিটি তাকে নিয়ে বৈঠকে বসার প্রস্তুতি নিচ্ছিল, তখন বিএনপির নেতাকর্মীরা ইলিয়াসের ওপর হামলা করে। পরে প্রতিরোধ করতে গেলে আমাদের পক্ষের ১০-১২ জন আহত হন।’

পালিশারা শাহমিরান মিরাবাড়ী জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা ইলিয়াস হোসেন বলেন, ‘আমি পোস্টের জন্য দুঃখ প্রকাশ করেছি। তারপরও সকালে বৈঠকে যাওয়ার আগেই আমাদের ওপর হামলা করা হয়।’


Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post