ঝোপে পড়ে থাকা ড্রাম খুলতেই দেখা গেল লোমহর্ষক দৃশ্য

ঝোপে পড়ে থাকা ড্রাম খুলতেই দেখা গেল লোমহর্ষক দৃশ্য

 ছবি : কালবেলা গ্রাফিক্স।

ছবি : কালবেলা গ্রাফিক্স।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে তক্কার মাঠ নন্দনালপুর সড়কের উত্তর শিয়ারচর এলাকার মাওয়া মার্কেটের পেছনের ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়

নিহত নয়ন মিয়া ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পিলকুনি এলাকার মো. সালামের ছেলে।

জানা গেছে, তক্কার মাঠ নন্দনালপুর সড়কের উত্তর শিয়ারচর এলাকার মাওয়া মার্কেটের পেছনে নির্জন ঝোপের ভেতরে একটি ড্রাম পড়ে ছিল। স্থানীয়রা ড্রামটি দেখতে পেয়ে সন্দেহ হলে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ড্রামটি খুললে নয়নের দুই পা বিচ্ছিন্ন অর্ধগলিত মরদেহ দেখতে পায়। ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) রেহানুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ড্রামের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। তাকে হত্যার পর দুই পা কেটে ফেলা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে কয়েকদিন আগে অন্য কোথাও হত্যা করে মরদেহ এখানে ফেলা হয়েছে।

ফতুল্লা থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, হত্যাকাণ্ডটি পরিকল্পিত মনে হচ্ছে। নিহত নয়ন দুটি বিয়ে করেছিলেন। তার দ্বিতীয় স্ত্রীর পরকীয়ার জের ধরে অজ্ঞাত দুষ্কৃতকারীরা তাকে হত্যা করে মরদেহ গুম করার চেষ্টা করেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

Countdown Timer

Post a Comment

Previous Post Next Post