ত্বককে সুন্দর ও টানটান রাখার জন্য শুধু বাহ্যিক যত্নই যথেষ্ট নয়। ঘাটতি থাকলে শরীরের গুরুত্বপূর্ণ ভিটামিনের, বিশেষ করে ভিটামিন এ, সি ও ই-এর অভাবে ত্বক শুষ্ক, বলিরেখাযুক্ত ও ঝলমলে কম হয়। চলুন জেনে নিই কিভাবে খাদ্যাভ্যাস ও জীবনযাপন বদল করে ত্বকের বয়সের ছাপ কমানো যায়।বলিরেখা পড়ার পেছনের কারণ
ত্বকের প্রধান প্রোটিন কোলাজেন, যা ত্বককে টানটান ও মসৃণ রাখেভিটামিন এ’র অভাবে ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যায়।
ভিটামিন ই ও সেলেনিয়ামের অভাবে ত্বক সূর্যালোক ও দূষণের ক্ষতি থেকে সুরক্ষা হারায়।
ফলে অল্প বয়সে বলিরেখা পড়তে পারে এবং ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা হারাতে পারে।
ত্বককে সুস্থ রাখতে কোন খাবারগুলো খাবেন?
ভিটামিন সি যুক্ত খাবার:
কমলালেবু, পেয়ারা, স্ট্রবেরি — কোলাজেন বাড়াতে সাহায্য করে।
ভিটামিন এ ও বিটা-ক্যারোটিন:
গাজর, মিষ্টি আলু, পালং শাক — ত্বককে মসৃণ রাখে।
ভিটামিন ই ও ওমেগা-৩:
বাদাম, আখরোট, সূর্যমুখীর বীজ, চিয়া সিড — ত্বক আর্দ্র রাখে।
জিঙ্ক ও সেলেনিয়াম:
গোটা শস্য, ডাল, শাকসবজি — কোষের ক্ষয় রোধ করে।
ত্বকের যত্নে দৈনন্দিন অভ্যাস
সুষম খাদ্য: প্রচুর ফল ও সবজি।
সূর্যালোকে সীমিত সময়: অতিরিক্ত সরাসরি সূর্য এড়িয়ে চলুন।
ধূমপান ও অ্যালকোহল: এড়িয়ে চলুন।
পর্যাপ্ত ঘুম ও পানি পান: ত্বককে পুনর্জীবিত করে।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment