মোবাইল ফোনের ‘রেজিস্ট্রেশন’ ও ‘ডিরেজিস্ট্রেশন’ করতে হবে যেভাবে

 মোবাইল ফোনের ‘রেজিস্ট্রেশন’ ও ‘ডিরেজিস্ট্রেশন’ করতে হবে যেভাবে





 প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১৬:৪০

 অনলাইন ডেস্ক

মোবাইল ফোনের ‘রেজিস্ট্রেশন’ ও ‘ডিরেজিস্ট্রেশন’ করতে হবে যেভাবে



সংগৃহীত ছবি

আগামী ১৬ ডিসেম্বর থেকে দেশে অবৈধ মোবাইল ফোন বন্ধে চালু হচ্ছে ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার’ (NEIR) ব্যবস্থা। এই প্রক্রিয়ার মাধ্যমে দেশের প্রতিটি মোবাইল ফোন নিবন্ধনের আওতায় আসবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।


বুধবার বিটিআরসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব। এসময় উপস্থিত ছিলেন বিটিআরসির চেয়ারম্যান এমদাদুল বারী ও মহাপরিচালক আমিনুল হক।


বিটিআরসি জানায়, ১৬ ডিসেম্বর পর্যন্ত দেশের নেটওয়ার্কে যেসব মোবাইল ফোন ব্যবহার করা হচ্ছে, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে (অটো রেজিস্ট্রেশন) নিবন্ধিত হয়ে যাবে। তাই এই ডিভাইসগুলো পুনরায় নিবন্ধন করার প্রয়োজন নেই। এমনকি এই সময়ের মধ্যে ব্যবহৃত কোনো অবৈধ বা ক্লোন মোবাইলও নেটওয়ার্কে চালু থাকবে।


তবে ১৬ ডিসেম্বরের পর নতুন কোনো হ্যান্ডসেট নেটওয়ার্কে যুক্ত হলে সেটির নিবন্ধন বাধ্যতামূলক হবে। বৈধ মোবাইল হ্যান্ডসেটগুলো স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধন পাবে, তবে গ্রাহকদের অবৈধ বা অনিবন্ধিত ফোনের ক্ষেত্রে ৩০ দিনের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, নতুন ব্যবস্থায় সবচেয়ে বেশি ভোগান্তি হতে পারে ‘ডিরেজিস্ট্রেশন’ প্রক্রিয়া নিয়ে। কারণ নিবন্ধিত কোনো হ্যান্ডসেট বিক্রি বা অন্য কারও কাছে হস্তান্তরের আগে সেটি ‘ডিরেজিস্ট্রেশন’ করতে হবে। অর্থাৎ, কোনো ব্যক্তির নামে নিবন্ধিত ফোনে শুধুমাত্র তার নিজের নামে নিবন্ধিত সিমকার্ডই ব্যবহার করা যাবে।


ফয়েজ আহমেদ তৈয়্যব বলেন, ‌‘সিমকার্ডের মতো এখন থেকে হ্যান্ডসেটও নিবন্ধনের আওতায় আসবে। এতে অবৈধ ও চুরি হওয়া ফোন বন্ধ করা সহজ হবে, তবে ‘ডিরেজিস্ট্রেশন’ প্রক্রিয়ায় যেন সাধারণ গ্রাহক ভোগান্তিতে না পড়েন, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।’


এনইআইআর সংক্রান্ত যেকোনো তথ্য জানতে গ্রাহকরা বিটিআরসির হেল্পডেস্ক নম্বর ১০০, অথবা মোবাইল অপারেটরদের কাস্টমার কেয়ার নম্বর ১২১-এ ফোন করে বা সরাসরি অপারেটরদের কাস্টমার কেয়ার সেন্টারে যোগাযোগ করতে পারবেন।


নিবন্ধনের তথ্য পেতে যা করতে হবে

সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, নতুন ব্যবস্থায় সবচেয়ে বেশি ভোগান্তি হতে পারে ‘ডিরেজিস্ট্রেশন’ প্রক্রিয়া নিয়ে। কারণ নিবন্ধিত কোনো হ্যান্ডসেট বিক্রি বা অন্য কারও কাছে হস্তান্তরের আগে সেটি ‘ডিরেজিস্ট্রেশন’ করতে হবে। অর্থাৎ, কোনো ব্যক্তির নামে নিবন্ধিত ফোনে শুধুমাত্র তার নিজের নামে নিবন্ধিত সিমকার্ডই ব্যবহার করা যাবে।


ফয়েজ আহমেদ তৈয়্যব বলেন, ‌‘সিমকার্ডের মতো এখন থেকে হ্যান্ডসেটও নিবন্ধনের আওতায় আসবে। এতে অবৈধ ও চুরি হওয়া ফোন বন্ধ করা সহজ হবে, তবে ‘ডিরেজিস্ট্রেশন’ প্রক্রিয়ায় যেন সাধারণ গ্রাহক ভোগান্তিতে না পড়েন, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।’


এনইআইআর সংক্রান্ত যেকোনো তথ্য জানতে গ্রাহকরা বিটিআরসির হেল্পডেস্ক নম্বর ১০০, অথবা মোবাইল অপারেটরদের কাস্টমার কেয়ার নম্বর ১২১-এ ফোন করে বা সরাসরি অপারেটরদের কাস্টমার কেয়ার সেন্টারে যোগাযোগ করতে পারবেন।


নিবন্ধনের তথ্য পেতে যা করতে হবে

ধাপ ১: মোবাইল হ্যান্ডসেট হতে *১৬১৬১# নম্বরে ডায়াল করতে হবে।


ধাপ ২: অটোমেটিক বক্স এলে হ্যান্ডসেটের ১৫ ডিজিটের আইএমইআই নম্বরটি লিখে পাঠিয়ে দিন।


ধাপ ৩: ফিরতি মেসেজের মাধ্যমে ব্যবহৃত মোবাইল ফোন বা হ্যান্ডসেটের হালনাগাদ অবস্থা জানানো হবে।


নোট: নির্দিষ্ট (neir.btrc.gov.bd) লিংকের মাধ্যমে সিটিজেন পোর্টাল অথবা মোবাইল অপারেটরের কাছের কাস্টমার কেয়ার সেন্টারের সাহায্যেও এই সেবা পাওয়া যাবে।


নতুন হ্যান্ডসেট কেনার সময় করণীয়


১৬ ডিসেম্বর থেকে কোনো দোকান, অনলাইন দোকান বা ই-কমার্স সাইট থেকে মোবাইল হ্যান্ডসেট কেনার আগে সেটার বৈধতা যাচাইয়ের পরামর্শ দিয়েছে বিটিআরসি। হ্যান্ডসেটের ক্রয় রশিদও সংরক্ষণ করতে হবে।


মোবাইল হ্যান্ডসেটটি বৈধ হলে তা স্বয়ংক্রিয়ভাবে এনইআইআর সিস্টেমে নিবন্ধিত হয়ে যাবে।


হ্যান্ডসেটের বর্তমান অবস্থা জানতে যা করতে হবে—


ধাপ ১: মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে KYD<space>১৫ ডিজিটের আইএমইআই নম্বর লিখতে হবে। যেমন— KYD 123456789012345।

ডিরেজিস্ট্রেশন করার সময় অতিরিক্ত তথ্য হিসেবে পরবর্তী ব্যবহারকারীর সিম নম্বর দিতে হবে।


করপোরেট সিমধারীদের ডিরেজিস্ট্রেশন—


করপোরেট সিম ব্যবহারকারীদের ৩০ দিনের মধ্যে ইউএসএসডি চ্যানেল অথবা সিটিজেন পোর্টালের মাধ্যমে ব্যক্তিগত এনআইডিরর তথ্য দিতে এসএমএসের মাধ্যমে অবহিত করা হবে। করপোরেট গ্রাহক এসব তথ্য দিয়ে ব্যক্তিগত এনআইডি অথবা ‘কি-কন্টাক্ট-পয়েন্টের’ (কেসিপি) এনআইডি দিয়ে ডিরেজিস্ট্রেশন সুবিধা নিতে পারবেন। এছাড়া শুধু ‘কি-কন্টাক্ট-পয়েন্টের’ এনআইডির তথ্য দিয়ে ডিরেজিস্ট্রেশনের সুবিধা নেওয়া যাবে।


চুরি বা হারিয়ে গেলে ব্লক করার প্রক্রিয়া


গ্রাহকের ব্যবহৃত হ্যান্ডসেট চুরি বা হারিয়ে গেলে সেটি যেকোনো সময় লক বা আনলক করা যাবে। বিটিআরসির (neir.btrc.gov.bd) লিংক বা মোবাইল অ্যাপের মাধ্যমে বা মোবাইল অপারেটরের গ্রাহকসেবা কেন্দ্র থেকে এ সেবা নেওয়া যাবে।


ইন্টারনেট না থাকলে যেভাবে সেবা পাওয়া যাবে


দেশের মানুষ ইউএসএসডি চ্যানেল বা লিংক (neir.btrc.gov.bd) বা মোবাইল অ্যাপ বা মোবাইল অপারেটরের গ্রাহকসেবা কেন্দ্রর মাধ্যমে দেশের যেকোনো প্রান্ত থেকে এনইআইআর সিস্টেমের সেবা গ্রহণ করতে পারবেন। তবে যেসব মোবাইল গ্রাহকের ইন্টারনেট সংযোগ নেই, তারা ইউএসএসডি চ্যানেল বা যেকোনো ফোন থেকে ১২১ ডায়াল করে বা সংশ্লিষ্ট অপারেটরের নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টার থেকে এনইআইআর সেবা নিতে পারবেন।


হ্যান্ডসেট উৎপাদন/ আমদানির ক্ষেত্রে করনীয়


বিটিআরসি বলছে, বর্তমানে বিটিআরসি নিবন্ধিত হ্যান্ডসেট উৎপাদনকারী কোম্পানিগুলো দেশের চাহিদার বেশির ভাগ হ্যান্ডসেট উৎপাদন করে থাকে। এছাড়া কমিশনের নিবন্ধিত ভেন্ডর অল্প কিছু মডেল (যেগুলো দেশে উৎপাদন সম্ভব নয়) আমদানি করে থাকে। হ্যান্ডসেট উৎপাদন/ আমদানি করার জন্য যে শর্তগুলো মানতে হবে-


• কমিশনের জারি করা নির্দেশিকা অনুযায়ী মোবাইল ফোন হ্যান্ডসেট উৎপাদন ও আমদানি করতে হবে।


• উৎপাদন বা আমদানি করা হ্যান্ডসেট বাজারজাতকরণের আগে আইএমইআই নির্দিষ্ট ফরমেটে কমিশনে জমা দিতে হবে।


• হ্যান্ডসেট বাজারজাতকরণের আগে আইএমইআই কমিশনে জমা না দিলে বৈধভাবে উৎপাদন বা আমদানি করা হ্যান্ডসেটগুলো নেটওয়ার্কে এক্সেস করতে পারবে না।


হ্যান্ডসেট বিক্রেতার করনীয়


মোবাইল ফোন হ্যান্ডসেট বিক্রিও করার ক্ষেত্রেও কিছু শর্ত মানতে বলেছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এর মধ্যে রয়েছে-


• উৎপাদনকারী বা আমদানিকারকের কাছ থেকে হ্যান্ডসেট ডেলিভারি নেওয়ার আগে আইএমইআই যাচাই করা এবং


• নকল আইএমইআইযুক্ত হ্যান্ডসেট (যেগুলো বিটিআরসির ডেটাবেইজে নেই) বিক্রি করা থেকে বিরত থাকতে হবে। কারণ নকল আইএমইআই যুক্ত হ্যান্ডসেটগুলো নেটওয়ার্ক এক্সেস করতে পারবে না।


news24bd.tv/NS

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment

Previous Post Next Post