অনলাইনে এইচএসসির ফলাফল দ্রুত জানবেন যেভাবে

 

অনলাইনে এইচএসসির ফলাফল দ্রুত জানবেন যেভাবে

ছবি : সংগৃহীত

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় একযোগে অনলাইন এবং স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে ফল প্রকাশ করা হয়। গতবারের তুলনায় এবার পাসের হার কমেছে ১৯ শতাংশ। ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ।

কোন বোর্ডে পাসের হার কত

ঢাকা শিক্ষাবোর্ড- ৬৪.৬২ শতাংশ, সিলেট শিক্ষা বোর্ড- ৫১.৮৬ শতাংশ, রাজশাহী শিক্ষা বোর্ড- ৫৯.৪০ শতাংশ, ময়মনসিংহ শিক্ষা বোর্ড- ৫১.৫৪ শতাংশ, চট্টগ্রাম শিক্ষা বোর্ড- ৫২.৫৭ শতাংশ, যশোর শিক্ষা বোর্ড- ৫০.২০ শতাংশ, কুমিল্লা শিক্ষা বোর্ড- ৪৮.৮৬ শতাংশ, দিনাজপুর শিক্ষা বোর্ড- ৫৭.৪৯ শতাংশ, বরিশাল শিক্ষা বোর্ড- ৬২.৫৭ শতাংশ।

শিক্ষার্থীরা ফলাফল দ্রুত দেখবেন যেভাবে

শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে

শিক্ষা বোর্ডের সরকারি ওয়েবসাইট www.educationboardresults.gov.bd থেকে বিনামূল্যে ও ঝামেলাহীনভাবে ফল জানা যাবে।

ধাপে ধাপে প্রক্রিয়াটি অনুসরণ করুন : 

ওয়েবসাইটে প্রবেশ করুন : www.educationboardresults.gov.bd 

তথ্য প্রদান করুন: পরীক্ষার ধরন (HSC/Alim), বছর (২০২৫) ও বোর্ড নির্বাচন করুন।

রোল ও রেজিস্ট্রেশন নম্বর লিখুন : সঠিকভাবে দুই নম্বরই দিতে হবে; ভুল হলে ফলাফল দেখাবে না।

ফলাফল দেখুন : সব তথ্য সঠিকভাবে দেওয়ার পর Submit বোতামে ক্লিক করলেই ফলাফল দেখা যাবে। চাইলে প্রিন্টও নেওয়া যাবে।

বিকল্প ওয়েবসাইট থেকে ফলাফল জানা

অন্য একটি সরকারি ওয়েবসাইট www.eduboardresults.gov.bd থেকেও সহজে ফলাফল দেখা যাবে।

প্রক্রিয়া : সাইটে প্রবেশ করুন: www.eduboardresults.gov.bd

পরীক্ষা, বছর ও বোর্ড নির্বাচন করুন। 

রোল, রেজিস্ট্রেশন ও ক্যাপচা কোড দিন।

Get Result বোতামে ক্লিক করলে সঙ্গে সঙ্গে ফলাফল প্রদর্শিত হবে। 

মোবাইলের মাধ্যমে (SMS পদ্ধতিতে) ফলাফল জানার উপায় 

অনেক সময় ফলাফল প্রকাশের পরপরই ওয়েবসাইটে চাপ বেড়ে যায়। তখন মোবাইলের মাধ্যমে এসএমএস পাঠিয়ে ফল জানা সবচেয়ে সহজ উপায়।

পদ্ধতি : মেসেজ বক্সে গিয়ে লিখুন: HSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> 2025 

উদাহরণ : HSC DHA 123456 2025 

মেসেজটি পাঠান 16222 নম্বরে। কিছুক্ষণের মধ্যেই ফিরতি মেসেজে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment

Previous Post Next Post