সংসদ ভবনের ফটক টপকে ঢুকে পড়লেন জুলাই যোদ্ধারা

 

সংসদ ভবনের ফটক টপকে ঢুকে পড়লেন জুলাই যোদ্ধার

 নিজস্ব প্রতিবেদক

তিন দফা দাবি নিয়ে


তিন দফা দাবি নিয়ে জাতীয় সংসদ ভবন এলাকায় প্রবেশ করে জুলাই সনদ স্বাক্ষরের জন্য প্রস্তুত মঞ্চের সামনে অবস্থান নিয়েছেন ‘জুলাই যোদ্ধারা’। 

তাদের দাবিগুলো হলো— জুলাই সনদ সংশোধন, সনদকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করা এবং জুলাই যোদ্ধাদের এতে স্বীকৃতি প্রদান।

আজ শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তারা সংসদ ভবনের ফটক টপকে ভেতরে প্রবেশ করেন এবং সরাসরি মঞ্চের সামনে সাজানো চেয়ারগুলোর দখল নেন। এর আগে গতকাল (বৃহস্পতিবার) দিবাগত রাত থেকেই তারা সংসদ ভবনের মূল ফটকের বাইরে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে আসছিলেন।

ভেতরে প্রবেশ করার পর, আন্দোলনরতদের মধ্যে একজন প্রতিনিধি সবাইকে শান্ত থাকার অনুরোধ জানান। এরই মধ্যে ঘটনাস্থলে নিরাপত্তা রক্ষার্থে পুলিশের একাধিক দল উপস্থিত হয়েছে।

উল্লেখ্য, আজকের অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যবৃন্দ এবং ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা জুলাই সনদে স্বাক্ষর করবেন বলে নির্ধারিত ছিল। 

যদিও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগেই জানিয়েছে, তারা এই সনদে সই করবে না। গতকাল সকালে এনসিপির পক্ষ থেকে বলা হয়, উপযুক্ত আইনি ভিত্তি ও আদেশের নিশ্চয়তা ছাড়া সনদে স্বাক্ষর করলে তা কার্যকর হবে না।

অপর দিকে ঐকমত্য কমিশনের আশা, শেষ পর্যন্ত সব রাজনৈতিক দলই সনদে স্বাক্ষর করবে। তারা জানিয়েছে, আজকের পরেও স্বাক্ষরের সুযোগ থাকবে এবং কমিশনের মেয়াদ শেষ হওয়ার আগেই (৩১ অক্টোবরের মধ্যে) সনদের বাস্তবায়ন বিষয়ে একটি সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ সুপারিশ অন্তর্বর্তী সরকারের কাছে উপস্থাপন করা হবে।

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment

Previous Post Next Post