সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্মানী পুনর্নির্ধারণ
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্মানী পুনর্নির্ধারণ
মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর ও দপ্তরে নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত কাজের সম্মানী ও পারিতোষিকের হার পুনর্নির্ধারণ করেছে সরকার। আজ সোমবার (২০ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-২ শাখা থেকে এ বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্রে বলা হয়েছে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
পুনর্নির্ধারিত হারে প্রশ্নপত্র প্রণয়নের জন্য জনপ্রতি সম্মানী ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া বিভাগীয় নির্বাচন বা পদোন্নতি কমিটির সদস্যদের সম্মানী প্রতি সভার জন্য জনপ্রতি ৬ হাজার টাকা করা হয়েছে। মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা বোর্ডের সদস্য ও বিশেষজ্ঞদের সম্মানী প্রতিদিনের জন্য জনপ্রতি ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
পূর্ণ উত্তরপত্রের জন্য সম্মানী নির্ধারণ করা হয়েছে প্রতিটি ১৩০ টাকা এবং পূর্ণ অবজেকটিভ টাইপ উত্তরপত্রের জন্য ৩৫ টাকা। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ, প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে আপ্যায়ন ব্যয় (দুপুর বা রাতের খাবার) জনপ্রতি ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা প্রয়োজনীয় ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে নাশতার ব্যয় অপরিবর্তিত রাখা হয়েছে।
লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা পরিচালনার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত কর্মচারীদের জন্য প্রতিদিনের সম্মানী ৯ম গ্রেড ও তদূর্ধ্ব কর্মকর্তাদের জন্য জনপ্রতি ১ হাজার ২০০ টাকা, ১০ম থেকে ১৬তম গ্রেডের জন্য ১ হাজার টাকা এবং ১৭তম থেকে ২০তম গ্রেডের জন্য ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া খাতা মূল্যায়নের জন্য সম্মানী প্রতি খাতায় ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। ভেন্যুর প্রতিষ্ঠানপ্রধান অথবা প্রতিষ্ঠানপ্রধান কর্তৃক মনোনীত সমন্বয়কারী জনপ্রতি ৩ হাজার ৫০০ টাকা সম্মানী পাবেন। লিখিত পরীক্ষা কেন্দ্রের পরিদর্শকদের সম্মানী প্রতিদিনের জন্য জনপ্রতি ১ হাজার ৮০০ টাকা করা হয়েছে।
কোডিং ও ডিকোডিং ফি প্রতি পরীক্ষার্থী ৩ টাকা, লিখিত পরীক্ষার আসনবিন্যাস বাবদ ব্যয় প্রতি পরীক্ষার্থী ৩ টাকা এবং লিখিত পরীক্ষার উত্তরপত্র তৈরি (কাগজসহ) প্রতি পরীক্ষার্থী ৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া বিবিধ খাতে (কাগজ, কলম ও অন্যান্য আনুষঙ্গিক দ্রব্যাদি) সর্বোচ্চ ৮ হাজার টাকা ব্যয় রাখা হয়েছে।
প্রজ্ঞাপনে কয়েকটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে- প্রশ্নপত্র প্রণয়নের জন্য একটি সম্মানি প্রাপ্য হবেন। একই কার্যদিবসে একাধিক সভার ক্ষেত্রে সংশ্লিষ্টরা একটি সম্মানি পাবেন। একই কার্যদিবসে লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হলে সর্বোচ্চ দু’টি সম্মানি পাবেন। সরকারি স্কুল-কলেজ পরীক্ষার ভেন্যু হিসেবে ব্যবহারের জন্য কোনো অবস্থাতেই কেন্দ্র ফি বা অন্য কোনো প্রকার চার্জ প্রদান করা যাবে না।
উল্লেখ্য, এরআগে চলতি বছর ১৩ ফেব্রুয়ারি অর্থ বিভাগের এক প্রজ্ঞাপনে সম্মানির হার পুনঃনির্ধারণ করা হয়েছিল।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment