তাসকিনের ছক্কা ছিল নাকি হিট আউট নিয়ে বিতর্ক, ৫.১.২ এর আইনের ধারায় যা বলছে আইসিসি

তাসকিনের ছক্কা ছিল নাকি হিট আউট নিয়ে বিতর্ক, ৫.১.২ এর আইনের ধারায় যা বলছে আইসিসি
আজ দুপুরে ইনবক্সে একটা প্রশ্ন চোখে পড়ে, তাসকিনের আউটটা নিয়ে। ফজলে রাব্বী জিসা ভাই গত রাতেই প্রশ্নটা করেছেন তাসকিনের হিট উইকেট আউটটা নিয়ে, যে নিয়মানুযায়ী তো এটা আউট হওয়ার কথা না। কারণ তাসকিন স্টাম্পে হিট করেছেন ডেলিভারি স্ট্রাইডে যাওয়ার আগে, সেক্ষেত্রে আইসিসির ল অনুযায়ী বলটা হওয়ার কথা ‘ডেডবল’।
এরপর জিসা ভাইয়ের কথা শুনে একটু ল’ টা দেখলাম, দেখলাম আসলেই তো ৩৫.১.২ এ এই ল’ টা আছে৷ তারপর ভালো করে কয়েকবার ফুটেজ চেক করলাম, দেখলাম যে আসলেই নিয়মানুযায়ী যেটা ‘ডেড বল’। একটা কনফিউশন শুরু হলো, কনফিউশানটা ক্লিয়ার করার জন্য অন-ফিল্ড এর সৈয়দ আবিদ হুসাইন সামি ভাইকে নক করি। ভাই যেহেতু এখন দেশে নাই, উনি সেভাবে খেলাটা ফলো করতে পারছেন না। তাই উনাকে কিছু ক্লিপ দিলাম, এরপর উনিও দেখে বলেছেন, এটা আউট হয়নি। অন ফিল্ডে ইতোমধ্যে একটা ভিডিও-ও গেছে এই ব্যাপারে।
ক্রিকেট যে কত নিয়মের খেলা, একটু দেখেন। খালি চোখে সবাই বুঝে গেছে এটা আউট। কিন্তু তাসকিন স্টাম্পটা যেহেতু হিট করেছেন ডেলিভারি স্ট্রাইডে যাওয়ার আগেই, অর্থাৎ ব্যাকফুটের ল্যান্ডিং হওয়ার আগেই, সেক্ষেত্রে বলটা ছিলো ডেড বল। অথচ আম্পায়ারদের বিচক্ষণতার অভাবে তাসকিনকে আউট হতে হলো। এই ম্যাচে হয়তো এই ডিসিশনের বড় কোনো গুরত্ব ছিলো না, যদিও ম্যাথমেটিকালি পসিবল ইকুয়েশন ছিল, কিন্তু তাও ৩ বলে ১৭ ইজি না। তবে গুরুত্বপূর্ণ মুহুর্তে স্প্লিট স্ক্রিন চেক না করে এমন ভুল করলে সেটা একটা লজ্জাজনক কাজ হবে। যদিও আমি মনে করি, তাসকিনের সাথে যেটা হয়েছে, সেটাও ঠিক না।
(বি:দ্র: এই পোস্টের মানে যারা বুঝবেন “তাসকিন আউট না হলে বাংলাদেশ জিতে যেত” বুঝাচ্ছি, তাদের আইকিউ লেভেল আমি বাংলাদেশের গড় আইকিউ ৭৪ এর চেয়েও কম বলে ধরে নেবো। একটা নিয়ম নিয়ে আলোচনা হয়েছে এখানে। নিয়ম অনুযায়ী বলটা ডেডবল, এখানে আম্পায়ারদের ভুল ছিল। এই ভুলটা নিয়েই আলোচনা করা হয়েছে। তাই এই পোস্টকে অজুহাত হিসেবে না ধরে, ধরেন একটা নিয়ম বলা হয়েছে। আর এই নিয়ম যদি আপনারা আগেই জানেন সেক্ষেত্রে অন্য হিসাব। সেক্ষেত্রে আপনাদের বলবো, এই ভয়েসটা আপনাদের আগে রেইজ করা উচিত ছিল)
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.
Post a Comment