আবু ত্বহার সঙ্গে তালাক সম্পন্নের পর যে বার্তা দিলেন সাবিকুন নাহার
ইসলামিক বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান ও তার সাবেক স্ত্রী সাবিকুন নাহারকে ঘিরে চলা পারিবারিক বিতর্কের অবসান ঘটেছে। ওলামায়ে কেরামের উপস্থিতিতে আবু ত্বহা আদনান সাবিকুন নাহারকে তালাকের প্রস্তাবনা দিলে তিনি তা গ্রহণ করেন। এমতাবস্থায় তাদের মধ্যে বর্তমান কোনো বৈবাহিক সম্পর্ক অবশিষ্ট নেই।
আজ মঙ্গলবার (২১ অক্টোবর) উভয় পক্ষই নিজেদের ফেসবুক স্ট্যাটাসে বিষয়টির শান্তিপূর্ণ সমাধান হওয়ার কথা জানিয়েছেন।
তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সম্প্রতি আমার পারিবারিক বিষয় ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে অত্যন্ত সুন্দরভাবে সমাধান হয়েছে। দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য দীর্ঘ লড়াই শেষে এটি সম্ভব হয়েছে।’
সাবিকুন নাহার আরও বলেন, ‘পাবলিক প্ল্যাটফর্মে ইচ্ছায় বা অনিচ্ছায়, উদ্বেগ ও আবেগে আমার থেকে যদি কোনো ভুল বা গুনাহ হয়ে থাকে, আমি তা প্রকাশ্যে তওবা ও ক্ষমা প্রার্থনা করছি। ইনশাআল্লাহ, আমি ভবিষ্যতে এ বিষয়ে কোনো মন্তব্য করব না। সবাইকে অনুরোধ করছি, যেন কেউ এ নিয়ে আর আলোচনা বা সমালোচনায় না জড়ান
তিনি মিডিয়ার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আল্লাহর ওয়াস্তে, পারিবারিক বিষয়সংক্রান্ত আমার সকল ভিডিও ও অডিও ক্লিপ ডিলিট করুন। যারা পাশে ছিলেন, তাদের আল্লাহ উত্তম প্রতিদান দান করুন, আর যারা সমালোচনা করেছেন, তাদের ক্ষমা করুন।’
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment