ভারতকে খুশি করতে আল্লাহ-ভগবান একই বলছে ‘একটি দল’: তাহেরী

 ভারতকে খুশি করতে আল্লাহ-ভগবান একই বলছে ‘একটি দল’: তাহেরী

আল্লামা পীর মুফতি গিয়াস উদ্দিন তাহেরী অভিযোগ করেন, বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতির নামে একটি দল ভারতকে খুশি করার জন্য বিভ্রান্তিকর বক্তব্য ছড়াচ্ছে।বাংলাদেশ হোটেল

সাম্প্রতিক একটি ওয়াজ মাহফিলে বক্তৃতা দিতে গিয়ে, ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

তাহেরী বলেন, “আজকে মন্দিরের সামনে দাঁড়িয়ে বলা হচ্ছে রোজা আর পূজা একই কথা, আবার বলা হচ্ছে আল্লাহ আর ভগবান একই—এরা কি ইসলাম মানে? তাদের এ চালাকি জনগণ বুঝতে পারছে। তিনি এটাকে “চালাকি” বলে আখ্যা দেন।


তিনি আরও অভিযোগ করেন, এ ধরনের বক্তব্যের মাধ্যমে একদিকে ভারতের মন রক্ষা করা হচ্ছে, আবার অন্যদিকে ভারতের বিরুদ্ধেও স্লোগান দিয়ে দ্বিমুখী রাজনীতি চালানো হচ্ছে।

“তিনি বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ চোখ তুললে সেই চোখ উপড়ে ফেলা হবে।”বাংলাদেশ হোটেল

মাহফিলে তিনি আরও বলেন, ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠানে মুসলমানদের হস্তক্ষেপ করা উচিত নয়। তবে ইসলাম ও আউলিয়া কেরামের মাজার ভাঙার ষড়যন্ত্র কখনো মেনে নেওয়া হবে না। ‘এজন্য তিনি “মাজার প্রতিরোধ কমিটি” গঠনের আহ্বান জানান।’


তাহেরী দাবি করেন, আহলে সুন্নত ওয়াল জামাতই দেশের একমাত্র শান্তিপ্রিয় দল। তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “আমরা কোনো ব্যক্তিগত অ্যাজেন্ডা বাস্তবায়ন করতে চাই না। বরং এ দেশ ও ইসলামের সুরক্ষাই আমাদের লক্ষ্য।

Countdown Timer

Post a Comment

Previous Post Next Post