দেশে আবারও শুরু হতে যাচ্ছে বড় আন্দোলন?

 

দেশে আবারও শুরু হতে যাচ্ছে বড় আন্দোলন?

এর অংশ হিসেবে আগামী ১২ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে ২০ শতাংশ বাড়ি ভাড়ার দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালন করবেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। এই কর্মসূচিতে সারা দেশ থেকে লক্ষাধিক শিক্ষক-কর্মচারী অংশ নেবেন বলে জানা গেছে।

কর্মসূচির আয়োজকরা বলছেন, দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়ার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়নি। এ ছাড়া ২০ শতাংশ দাবি থাকলেও চারটি ক্যাটাগরিতে প্রস্তাব পাঠানোও অসন্তোষ আরো বৃদ্ধি পেয়েছে। 

এ বিষয়ে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোওয়ার হোসেন আজীজি সাংবাদিকদের বলেন, ‘বিগত সময়ে আন্দোলনের সময় শিক্ষা উপদেষ্টা আমাদের ২০ শতাংশ বাড়ি ভাড়ার প্রস্তাব মেনে নিয়েছিলেন। তবে শিক্ষা মন্ত্রণালয় চারটি ক্যাটাগরিতে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নেওয়ায় আমরা ক্ষুব্ধ।

আমাদের পূর্বের ঘোষণা অনুযায়ী আগামী ১২ অক্টোবর থেকে প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে।’

তিনি বলেন, ‘সরকার যদি আগামী ১০ অক্টোবরের মধ্যে ২০ শতাংশ হারে বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন জারি করে, তাহলে আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করে নেব। এই সময়সীমার মধ্যে দাবি আদায় না হলে রাজপথের কর্মসূচির মাধ্যমে দাবি আদায় করে নেওয়া হবে।’

এদিকে নীতিমালা অনুযায়ী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলির দাবিতে চলতি অক্টোবর মাসেই আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ।

দ্রুত সময়ের মধ্যে শূন্য পদের তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু না করা হলে মানববন্ধন, অবস্থানের মতো কর্মসূচি পালন করবেন শিক্ষকরা।

এ বিষয়ে শিক্ষক ঐক্য পরিষদের সভাপতি প্রভাষক মো. সরোয়ার বলেন, ‘এমপিও নীতিমালা অনুযায়ী সেপ্টেম্বরে বদলির জন্য শূন্য পদের তথ্য সংগ্রহের কথা থাকলেও তা করা হয়নি। এর ফলে বদলির অপেক্ষায় এক লাখ শিক্ষকের নিজ বাড়ির কাছাকাছি প্রতিষ্ঠানে যাওয়ার স্বপ্ন থমকে গেছে। শিক্ষকরা অনেক কষ্টে রয়েছেন। সামান্য বেতন, তার ওপর নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরের প্রতিষ্ঠানে চাকরি—সব মিলিয়ে মানবিক জীবনযাপন করছেন তারা।

অবিলম্বে বদলির জন্য শূন্য পদের তথ্য সংগ্রহ না করা হলে সারা দেশের বদলিপ্রত্যাশী শিক্ষকদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।’

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post