হাসিনাকে নিয়ে মোদির সঙ্গে কী কথা হয়েছে, জানালেন ড. ইউনূস

 

হাসিনাকে নিয়ে মোদির সঙ্গে কী কথা হয়েছে, জানালেন ড. ইউনূস

 অনলাইন ডেস্ক
হাসিনাকে নিয়ে মোদির সঙ্গে কী কথা হয়েছে, জানালেন ড. ইউনূস
সংগৃহীত ছবি

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কথা বলেছেন ডিজিটাল সংবাদমাধ্যম জিটিওর সাথে। সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে প্রশ্ন আসে। উত্তরে তিনি বলেন, ভারত বরাবরই হাসিনাকে সমর্থন করে এসেছে। তারা হয়তো এখনো আশা করছেন যে, শেখ হাসিনা হয়তো একজন বিজয়ী নেতা হিসেবে পূর্ণ গৌরবের সঙ্গে বাংলাদেশে ফিরে আসবেন। 

ডিজিটাল সংবাদমাধ্যম জিটিও’র সাংবাদিক মেহেদি হাসানের সঙ্গে সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। 

আওয়ামী লীগের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক প্রসঙ্গে অধ্যাপক ইউনূস জানান, বাইরের কিছু শক্তি তাকে বাংলাদেশে ফিরে আসতে সহায়তা করবে। আমরা সব সময় এ নিয়ে উদ্বিগ্ন।

ইন্টারনেটে হাসিনার অবাধ এসব কথোপকথোন বন্ধে সরাসরি মোদির সঙ্গে যোগাযোগও করেছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, আমি মোদির সঙ্গে কথা বলেছি। তাকে অনুরোধ করেছি, যদি হাসিনাকে (ভারতে) রাখেন, সে বাংলাদেশের মানুষ বা সরকারের বিষয়ে যেন কথা না বলে। মোদি আমাকে বলেছিলেন, তিনি সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণ করতে পারছেন না।

ড. ইউনূসের সাক্ষাৎকারে জুলাই গণ–অভ্যুত্থান, আওয়ামী লীগ সরকারের পতন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব, শেখ হাসিনার ভারতে অবস্থান, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকরণ এবং নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোও উঠে এসেছে।

সূত্র: জিটিও


Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post