এবার বড় যে দলে যোগ দিচ্ছেন হিরো আলম
দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় মুখ আশরাফুল আলম ওরফে হিরো আলম এবার জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে যাচ্ছেন। জানা গেছে, তিনি ভিপি নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ থেকে প্রার্থী হওয়ার বিষয়ে আলোচনায় রয়েছেন।
যদিও এ বিষয়ে সরাসরি কিছু বলেননি হিরো আলম, তবে ইঙ্গিত দিয়েছেন যে তিনি আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নয়, বরং একটি রাজনৈতিক দলের ব্যানারে নির্বাচনে অংশ নেবেন।
হিরো আলম বলেন, “সময় হলে সব কিছু জানাবো। তবে এটুকু বলতে পারি, এইবার আমি যে কোনো দলের হয়ে জাতীয় নির্বাচনে প্রার্থী হবো, স্বতন্ত্র না।
কয়েক দিনের মধ্যেই জানাতে পারবো কোন দলের হয়ে অংশ নিচ্ছি।”তার ঘনিষ্ঠ সূত্র জানায়, ইতোমধ্যে হিরো আলম ও ভিপি নুরুল হক নুরের মধ্যে একাধিক দফা বৈঠক হয়েছে, এমনকি নুরুল হক নুর হিরো আলমের অফিসেও সাক্ষাৎ করেছেন।
নির্বাচন প্রসঙ্গে হিরো আলম জানান, তিনি এবার দুই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন— ঢাকা-১৭ ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম)।
তিনি বলেন, “এর আগেও আমি দুই আসন থেকে নির্বাচন করেছি। এই আসনগুলোর মানুষের সঙ্গে আমার আলাদা সম্পর্ক আছে। কাল যখন ঢাকায় নির্বাচনের ঘোষণা দিলাম, অনেকেই কল দিয়ে উৎসাহ দিয়েছেন। তখন ভাবলাম, জনগণ তো চায় আমি নির্বাচন করি—তাহলে দুই জায়গা থেকেই করব না কেন? তাই সিদ্ধান্ত নিয়েছি দুই আসন থেকেই নির্বাচন করবো।”
ঢাকা-১৭ আসনে হিরো আলমের প্রতিদ্বন্দ্বিতা হবে কয়েকজন শক্তিশালী প্রার্থীর সঙ্গে। এর মধ্যে রয়েছেন আন্দালিব রহমান পার্থ (বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি), এছাড়া জামায়াতে ইসলামী বাংলাদেশ, এনসিপি ও আরও কয়েকটি দলের প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।
অন্যদিকে, বগুড়া-৪ আসনে বিএনপি থেকে মোশারফ হোসেন সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন। এখানেও একাধিক দলের প্রার্থীর অংশগ্রহণে ত্রিমুখী লড়াইয়ের আভাস মিলছে।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment