ধানের শীষ পেলেন এক ঝাঁক নতুন মুখ






ধানের শীষ পেলেন এক ঝাঁক নতুন মুখ

প্রয়াত ও বর্ষীয়ান নেতাদের সন্তান ও স্ত্রীর পাশাপাশি তৃণমূল থেকে উঠে আসা বেশ কয়েকজন নেতাও জায়গা করে নিয়েছেন এ তালিকায়। আছেন বেশ কয়েকজন সাবেক উপজেলা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানও।আসন্ন নির্বাচনে বিএনপির সম্ভাব্য ২৩৭ প্রার্থীর তালিকা সামনে আসার পর থেকে ভোটের আলোচনায় যুক্ত হয় কৌতুহল। আট বছর পর আরেকটি নির্বাচনে অংশ নিতে ধানের শীষ পেলেন কারা আর প্রতীক ফসকে গেল কাদের তা নিয়ে শুরু হয় সরব আলোচনা।


তালিকা বিশ্লেষণে দেখা গেছে, দলের পুরনোদের সঙ্গে নতুন মুখের ভিড় বেড়েছে। সবশেষ ২০১৮ সালের একাদশ কিংবা আগের সংসদ নির্বাচনগুলোতে দলের প্রার্থী হতে পারেননি এমন ৮১ জনকে এবার ভোটের লড়াইয়ে জায়গা করে দিয়েছে বিএনপি।


প্রথম পর্যায়ের এ তালিকায় দেখা গেছে, ২৩৭ জনের মধ্যে বেশিরভাগই এর আগে ২০১৮ সালের নির্বাচনসহ বিভিন্ন নির্বাচনে লড়েছিলেন; প্রাথমিক বিশ্লেষণে সেই সংখ্যা ১৫১ জনের।প্রবীণ ও নবীনদের সমন্বয়ে গড়া এ প্রার্থী তালিকায় যেমন আছেন সাবেক ছাত্রনেতা, চিকিৎসক নেতা ও প্রবাসী, তেমনি বিএনপির প্রয়াত বা বর্তমান নেতাদের ছেলে-মেয়েরাও ভোটের লড়াইয়ের সবুজ সংকেত পেয়েছেন।


আবার তৃণমূল থেকে উঠে আসা বেশ কয়েকজন নেতাও জায়গা করে নিয়েছেন এ তালিকায়। আছেন বেশ কয়েকজন সাবেক উপজেলা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানও।


সোমবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে ধানের শীষের ২৩৭ প্রার্থীর নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে সাড়ে তিন ঘণ্টার স্থায়ী কমিটির সভায় তা চূড়ান্ত করা হয়।এবার ধানের শীষ হাতে পাওয়া নতুন মুখদের মধ্যে রয়েছে


দিনাজপুর-১ মনজুরুল ইসলাম; বিএনপি পরিবার থেকে আসাদিনাজপুর - ৬ ডা. এ জেড এম জাহিদ; খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও ড্যাব নেতা।


নীলফামারী-২ এ এইচ মো. সাইফুল্লাহ রুবেল; জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও যুবদলের সভাপতি।


নীলফামারী- ৪ মো. আব্দুল গফুর সরকার; রাজনৈতিক জেলা বিএনপি সৈয়দপুরের সভাপতি


রংপুর- ১ মোকাররম হোসেন সুজন; গঙ্গাচড়া উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। উপজেলা নির্বাচন করে বহিষ্কার হয়েছিলেন।


রংপুর - ৩ মো. সামসুজ্জামান সামু; রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক।


কুড়িগ্রাম- ২ সোহেল হোসেন কায়কোবাদ; জেলা বিএনপির সদস্য সচিব।


গাইবান্ধা- ১ খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী। জেলায় বিএনপির নতুন মুখ। কেন্দ্রীয় বিএনপি নেতা ও চিকিৎসক।


জয়পুরহাট-১ মো. মাসুদ রানা প্রধান


জয়পুরহাট- ২ আব্দুল বারী।বগুড়া- ৩ আব্দুল মুহিত তালুকদার


বগুড়া- ৬ তারেক রহমান


নওগাঁ- ৩ ফজলে হুদা বাবুল


নওগাঁ- ৪ ইকরামুল বারী টিপু


নওগাঁ–৬ শেখ মো. রেজাউল ইসলাম


রাজশাহী- ১ অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দীন


রাজশাহী- ৪ ডিএম জিয়াউর রহমান


নাটোর- ১ ফারজানা শারমিন পুতুল; সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটলের কন্যা


সিরাজগঞ্জ- ৩ ভিপি আয়নুল হক


পাবনা- ৩ মো. হাসান জাফির তুহিন; কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি


কুষ্টিয়া- ২ রাগীব রউফ চৌধুরী; দুদকের আইনজীবী


ঝিনাইদহ- ৩ মেহেদী হাসান; সাবেক এমপি শহীদুল ইসলাম মাস্টারের ছেলে


যশোর- ২ সাবিরা সুলতানা মুন্নী; তার স্বামী প্রয়াত নাজমুল ইসলাম যশোর জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি ছিলেন


যশোর- ৬ কাজী রওনকুল ইসলাম শ্রাবণ; ছাত্রদলের সাবেক সভাপতি


খুলনা- ৬ মনিরুল হাসান বাপ্পী


সাতক্ষীরা- ২ আব্দুর রউফসাতক্ষীরা- ৪ ডা. মনিরুজ্জামান


বরগুনা- ১ নজরুল ইসলাম মোল্লা


ভোলা- ১ গোলাম নবী আলমগীর


ভোলা- ৪ মো. নুরুল ইসলাম নয়ন


বরিশাল- ৪ রাজীব আহসান


পিরোজপুর- ২ আহমেদ সোহেল মঞ্জু সুমন


টাঙ্গাইল- ১ ফকির মাহবুব আনাম স্বপন


টাঙ্গাইল- ৩ এসএম ওবায়দুল হক নাসির


টাঙ্গাইল- ৪ লুৎফর রহমান মতিন


টাঙ্গাইল- ৬ রবিউল আউয়াল লাবলু


টাঙ্গাইল-৮ আহমেদ আজম খান


ময়মনসিংহ-১ সৈয়দ এমরান সালেহ প্রিন্স


ময়মনসিংহ-২ মোতাহের হোসেন তালুকদার


ময়মনসিংহ-৬ আখতারুল আলম


ময়মনসিংহ-৮ লুৎফুল্লাহেল মাজেদ বাবু


ময়মনসিংহ-৯ ইয়াসের খাঁন চৌধুরী


কিশোরগঞ্জ-২ আইনজীবী মো. জালাল


মুন্সীগঞ্জ-১ শেখ মো. আবদুল্লাহঢাকা-৪ তানভীর আহমেদ রবিন; ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সদস্যসচিব ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন


ঢাকা- ৬ ইসরাক হোসেন; প্রয়াত ঢাকার মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকার ছেলে


ঢাকা- ১১ এম এ কাইয়ুম


ঢাকা- ১৪ সানজিদা ইসলাম তুলি; মায়ের ডাক এর সংগঠনক


ঢাকা- ১৫ শফিকুল ইসলাম খান মিল্টন; ঢাকা মহানগর বিএনপি নেতা


ঢাকা- ১৬ আমিনুল হক; সাবেক ফুটবলার


গাজীপুর - ২ এম মঞ্জুরুল করিম রনি


গাজীপুর ৩ ডা. রফিকুল ইসলাম বাচ্চু


নারায়ণগঞ্জ ১ মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপু


নারায়ণগঞ্জ - ৫ মো. মাসুদুজ্জামান


ফরিদপুর-৩ চৌধুরী নায়াব ইউসুফ; সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ এর কন্যাগোপালগঞ্জ-২ ডা. কে এম বাবর আলী


মাদারীপুর-১ কামাল জামান মোল্লা


শরীয়তপুর-১ সাইদ আহমেদ আসলাম


সুনামগঞ্জ-১ আনিসুল হক


সুনামগঞ্জ-৩ কয়সর আহমেদ (যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক)


সিলেট- ৩ মোহাম্মদ আবদুল মালিক (যুক্তরাজ্য বিএনপি সভাপতি)


সিলেট-৬ এমরান আহমেদ চৌধুরী


মৌলভীবাজার-২ সওকত হোসেন সকু


হবিগঞ্জ-২ ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন


ব্রাহ্মণবাড়িয়া-১ এম এ হান্নান


ব্রাহ্মণবাড়িয়া-৫ আব্দুল মান্নান


কুমিল্লা-৫ জসিম উদ্দিন


কুমিল্লা-৮ জাকারিয়া তাহের


কুমিল্লা-৯ আবুল কালাম


কুমিল্লা-১১ কামরুল হুদা


ফেনী-৩ আব্দুল আওয়াল মিন্টু, ব্যবসায়ী নেতা, বিএনপির ভাইস চেয়ারম্যান


নোয়াখালী-৫ মোহাম্মদ ফখরুল ইসলাম


নোয়াখালী-৬ মাহবুবের রহমান শামীম


চট্টগ্রাম-২ সরওয়ার আলমগীর


চট্টগ্রাম-৪ কাজী সালাউদ্দিন


চট্টগ্রাম-৫ মীর মোহাম্মদ হেলাল উদ্দিন; সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা মীর নাসিরের ছেলে


চট্টগ্রাম-৭ হুম্মাম কাদের চৌধুরী; মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ড পাওয়া বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছেলে


চট্টগ্রাম-৮ এরশাদ উল্লাহ; ব্যবসায়ী নেতা


চট্টগ্রাম-১৬ মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা; প্রয়াত বিএনপি নেতা জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে


রাঙামাটি- দীপেন দেওয়ান

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment

Previous Post Next Post