রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে পরিত্যক্ত কাঠের স্তূপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (০৬ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে পদ্মা নদীর ধারে স্তূপ করে রাখা কাঠের সরঞ্জামাদিতে আগুনের সূত্রপাতের ঘটনা ঘটে।
পরে ঈশ্বরদীর ৪টি ফায়ার সার্ভিস স্টেশনের ৮টি ইউনিটের প্রায় ১ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।রূপপুর মডার্ন ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে আগুনের ঘটনা ঘটে। তাৎক্ষণিক খবর পেয়েই পার্শ্ববর্তী রূপপুর মর্ডান ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।
পাবনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শরিফুল আহমেদ ভূঁইয়া বলেন, রূপপুর প্রকল্পের এক পাশে কাঠের ময়লার স্তূপ রাখা ছিল। হঠাৎ কর্মকর্তারা সেখানে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সাভিসের ৮টি ইউনিটের প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।তিনি বলেন, এ ঘটনায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সাইড ইনচার্জ রুহুল কুদ্দুস জানান, পরিত্যক্ত কাঠের স্তূপে সামান্য আগুনের সূত্রপাত হয়েছে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতেও সক্ষম। এটি সামান্য একটি ঘটনা।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment