বিএনপি ক্ষমতায় গেলে কত ধানে কত চাল, জনগণ তা হাড়ে হাড়ে টের পাবে’






বিএনপি ক্ষমতায় গেলে কত ধানে কত চাল, জনগণ তা হাড়ে হাড়ে টের পাবে’




বিগত সময় যেসব দল ক্ষমতায় ছিল তারা কেউই দেশের উন্নতি করেনি, করেছে লুটপাট আর দুর্নীতি। এর মধ্যে বিএনপি ক্ষমতা থাকাকালীন বাংলাদেশ তিন তিন বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল- এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।


মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে নরসিংদীর পলাশের বিএডিসি বাসস্ট্যান্ড মোড়ে ইসলামী আন্দোলন পলাশ শাখার আয়োজনে এক গণ-সমাবেশে তিন এসব কথা বলেন।


এ সময় ফয়জুল করিম বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার আগে তাদের নেতাকর্মীরা যা শুরু করে দিয়েছে ক্ষমতায় গেলে কত ধানে কত চাল জনগণ তা হাড়ে হাড়ে বুঝতে পারবে। তিনি আরও বলেন, বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও প্রকৃত পক্ষে তারা বিরোধী দলকে সহ্য করতে পারে না।

এ সময় দেশে শান্তি, শৃঙ্খলা ও জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে আগামী নির্বাচনে সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দিয়ে ক্ষমতায় আনার আহবান জানান।


ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নরসিংদী-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব ইঞ্জিনিয়ার মুহসীন আহমেদের সভাপতিত্বে গণসমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা সেক্রেটারি রাকিবুল হাসান, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী শাকিল, পলাশ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব সোলায়মান ভূঁইয়া, সাধারণ সম্পাদক ইকরাম হোসেনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।


🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment

Previous Post Next Post