মিললো দুঃসংবাদ, হতে পারে আরও বড় ভূমিকম্প
বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্পের সম্ভাবনার বিষয়ে আগাম সতর্কতা দিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির। গতকাল শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে তিনি গণমাধ্যমকে এ বিষয়ে সতর্কবার্তা জানান।
এদিন সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। নরসিংদীর মাধবদী এলাকায় উৎপত্তি হওয়া এ ভূকম্পনে সারা দেশে অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন এবং বহু মানুষ আতঙ্কিত হয়ে ঘর-বাড়ি থেকে বের হয়ে আসেন।
পরে এ বিষয়ে রুবাইয়াত কবির বলেন, “ঢাকা ও এর আশপাশে গত কয়েক দশকে হওয়া ভূমিকম্পগুলোর মধ্যে এটি সবচেয়ে শক্তিশালী। দেশের বিভিন্ন স্থানে ৪ থেকে ৫ মাত্রার আরও কিছু কম্পন অনুভূত হলেও সেগুলোর উৎপত্তিস্থল দেশের বাইরে।”
তিনি আরও বলেন, “ঐতিহাসিকভাবে এ অঞ্চলে একাধিক বড় ভূমিকম্প হয়েছে। এটি ভূমিকম্প–ঝুঁকিপূর্ণ এলাকা। যেকোনো সময় আরও বড় ভূমিকম্প হতে পারে। তবে সুনির্দিষ্টভাবে কখন হবে—তা বলা সম্ভব নয়।”
এদিকে, ভূমিকম্প বিশেষজ্ঞ হুমায়ুন আখতার বলেন, “২০০৩ সালে রাঙ্গামাটির বরকল ইউনিয়নে ভারত সীমান্তের কাছে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়েছিল। সেটিও ছিল শক্তিশালী। আর ১৯১৮ সালে দেশের ভেতরে সর্বোচ্চ ৮ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়।”
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.
Post a Comment