হঠাৎ ধর্ম উপদেষ্টার ফেসবুক পোস্ট ভাইরাল, অতঃপর যা জানা গেল

 হঠাৎ ধর্ম উপদেষ্টার ফেসবুক পোস্ট ভাইরাল, অতঃপর যা জানা গেল



মধুপুরের পীরের বক্তব্য অসত্য — ওমরাহর নামে ধর্ম উপদেষ্টা পালিয়েছে দাবি ভিত্তিহীন”


সাম্প্রতিক সময়ে মধুপুরের এক পীর দাবি করেন যে ওমরাহর নামে ধর্ম উপদেষ্টা বিদেশে পালিয়ে গেছেন। এ বিষয়ে ধর্ম উপদেষ্টা তাঁর প্রতিক্রিয়ায় বলেছেন— এ বক্তব্য কাল্পনিক, মিথ্যা ও বিদ্বেষপূর্ণ।


তিনি বলেন,

“আমাকে কেন পালাতে হবে? আমি কি চোর? নাকি তাঁর অধীনে চাকরি করি? মধুপুরের পীরের মন্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন।”উপদেষ্টা জানান, তিনি সৌদি সরকারের আমন্ত্রণে বর্তমানে জেদ্দায় অবস্থান করছেন। সেখানে তিনি—হজচুক্তি,


হজ সেমিনার,


হজ প্রদর্শনী,


হাজীদের কোটা নির্ধারণ,


পরিবহন কোম্পানি এবং হাজীসেবা প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে চুক্তি—

সম্পর্কিত সরকারি কাজের উদ্দেশ্যে গেছেন।


তিনি আরও জানান, একই সময়ে বিশ্বের ১৫০টি দেশের উপদেষ্টা ও মন্ত্রীরা একই সরকারি আমন্ত্রণে সৌদি আরবে উপস্থিত আছেন। ইসলাম ও দাওয়াহ বিষয়ক অপর এক মন্ত্রীর সঙ্গে তাঁর মন্ত্রণালয়ের টিম নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকও নির্ধারিত রয়েছে।


ধর্ম উপদেষ্টা বলেন,

“জাতির নেতৃত্ব দিতে চাইলে, সর্বপ্রথম দরকার মাত্রাজ্ঞান, সংযম ও দায়িত্বশীলতা। প্রত্যেককে তার নিজ সীমার মধ্যে থাকা জরুরি।”মধুপুরের পীরের অভিযোগকে তিনি উসকানিমূলক ও উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছেন।

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment

Previous Post Next Post