কোন ভিটামিনের অভাবে শরীরে অতিরিক্ত শীত লাগে, জেনে নিন
আজকাল সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেটে নানা রকম মজার প্রশ্ন-উত্তর ঘুরে বেড়াচ্ছে। শুধু বিনোদনের জন্যই নয়, অনেক সময় এই ধরনের সাধারণ জ্ঞানভিত্তিক প্রশ্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা ও চাকরির ইন্টারভিউতেও আসে। তাই জেনে রাখা ক্ষতি নয়। বিশেষজ্ঞদের মতামত ও তথ্যভিত্তিক সূত্র ধরে এমনই কিছু আকর্ষণীয় প্রশ্ন-উত্তর তুলে ধরা হলো এই প্রতিবেদনে।
১️. কোন ভিটামিনের অভাবে অতিরিক্ত শীত লাগে?
বিশেষজ্ঞদের মতে, শরীরে আয়রন ও ভিটামিন বি–১২–এর ঘাটতি হলে অতিরিক্ত শীত অনুভূত হয়।
২️. ইনস্টাগ্রাম কোন দেশের কোম্পানি?
জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম হলো আমেরিকার কোম্পানি, যা বর্তমানে মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেডের মালিকানাধীন।
৩️. বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি ভূমিকম্প হয়?
ভূমিকম্পপ্রবণ দেশগুলোর মধ্যে জাপান শীর্ষে। বছরে অসংখ্যবার ছোট-বড় ভূমিকম্প অনুভূত হয় সেখানে।
৪️. কোন প্রাণীর শরীরে তিনটি হৃদপিণ্ড থাকে?
অবিশ্বাস্য হলেও সত্যি—অক্টোপাসের শরীরে থাকে তিনটি হৃদপিণ্ড।
৫️. ভারতের প্রথম কোন শহরে বিদ্যুৎ পরিষেবা শুরু হয়েছিল?
ভারতে প্রথম বিদ্যুতের ব্যবহার শুরু হয় কলকাতায়, ১৮৯৯ সালে।
৬️. ভারতের কোন শহরে টাকাপয়সা ও সরকার নেই?
তামিলনাড়ুর বিখ্যাত শহর অরোভিলে নেই প্রচলিত অর্থনীতি বা সরকার। এখানে সবাই মিলে কাজ করে ও সম্পদ ভাগ করে নেয়।
৭️. কোন প্রাণী দাঁড়িয়ে থাকা অবস্থায় আকাশের দিকে তাকাতে পারে না?
বিশেষজ্ঞদের মতে, শুকর একমাত্র প্রাণী, যা দাঁড়িয়ে থাকা অবস্থায় আকাশের দিকে তাকাতে পারে না।
৮️. কখন মানুষের হৃদপিণ্ড ১ মিলিসেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে যায়?
বিজ্ঞানীরা বলছেন, হাঁচি দেওয়ার সময় মানুষের হৃদপিণ্ড ক্ষণিকের জন্য থেমে যায়।
৯️. বিশ্বের কোন দেশের পতাকা চতুর্ভুজ নয়?
বিশ্বের একমাত্র দেশ নেপাল, যার পতাকা ত্রিভুজাকৃতি এবং অনন্য নকশার জন্য পরিচিত।
১০. ‘আমন্ত্রণ’ ও ‘নিমন্ত্রণ’-এর পার্থক্য কী?
বাংলা ব্যাকরণে ‘আমন্ত্রণ’ মানে বিশেষ অতিথিকে ডাকা, আর ‘নিমন্ত্রণ’ মানে খাওয়ার আয়োজনসহ কাউকে অনুষ্ঠানে আহ্বান জানানো।
বিশেষজ্ঞরা বলছেন, এমন ছোট ছোট তথ্য জানা যেমন জ্ঞান বাড়ায়, তেমনি আমাদের চারপাশের জগৎ সম্পর্কে কৌতূহলও জাগিয়ে রাখে
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment