বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করতে চাই
নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করতে চাই। আর আমি বগুড়া-২ আসন থেকেই নির্বাচন করার দাবি করব বিএনপির কাছে। ঐক্যবদ্ধভাবে নির্বাচনের মধ্য দিয়ে ভালো দেশ গড়া হবে।
তিনি বলেন, সুখী সুন্দর দেশ গড়তে দরকার ভালো সরকার। পার্টি ভালো না হলে সরকার ভালো হবে না। আমি অন্য পার্টির সঙ্গে ঐক্য করেছি, আমি বিএনপির সঙ্গে কথা বলেছি, আমরা যৌথভাবে নির্বাচন করব।
বুধবার (১২ নভেম্বর) বিকেলে শিবগঞ্জ উপজেলার কিচক বন্দরে গণসংযোগ শেষে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডাকসুর সাবেক এই নেতা বলেন, জোটবদ্ধ নির্বাচন করলেও আমার দলের যে মার্কা আছে সেই মার্কা নিয়েই নির্বাচন করব। তবে জোটবদ্ধভাবে নির্বাচন করতে আরও দশটা দল যদি মনে করে মার্কা বদলাতে হবে, বদলাব।
তিনি বলেন, আওয়ামী লীগ ভালো কাজ না করার কারণে আমি দল ছেড়েছিলাম। পরিবর্তিত বাংলাদেশে জনগণের ভাগ্য বদলাতে তাদের কথা শুনতে হবে। এখন রাজনীতির সঙ্গে জনগণের সম্পর্ক থাকবে। নতুন বাংলাদেশে নতুন রাজনীতি চলবে।
মান্না বলেন, আমাদের ভোট নিয়ে যারা মন্ত্রী হয়েছিল তারা দেশের বাইরে বাড়ি বানিয়েছে, সন্তানদের লেখাপড়া করিয়েছে।
তিনি বলেন, আগামীতে নির্বাচনের মধ্যে দিয়ে রাষ্ট্র ক্ষমতায় এসে দেশ বদলাতে হবে। যেভাবে দেশ চলছে সেভাবে দেশ চলতে পারে না। মানুষ ভালো জীবন পাচ্ছে না। মানুষের ভালো জীবনযাপনের ব্যবস্থা করতে হবে।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment