হাদিকে গুলির ঘটনায় যেভাবে আটক হলেন হান্নান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর প্লেটের সূত্র ধরে আব্দুল হান্নান নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির মালিক।
রোববার (১৪ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, হত্যাচেষ্টার ঘটনায় আব্দুল হান্নানের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে ওসমান হাদিকে গুলি করা অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। এরই মধ্যে শুটারকে শনাক্ত করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে তালেবুর রহমান বলেন, অপরাধীরা দেশ ছেড়ে পালিয়ে গেছে—এমন কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। কেন এই হত্যাচেষ্টা করা হয়েছে, তা তদন্তের মাধ্যমে জানা যাবে।
ভোটের মাঠে থাকা প্রার্থীদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেকপোস্ট ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
এর আগে র্যাব জানায়, ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। র্যাব-২-এর অধিনায়ক মো. খালিদুল হক হাওলাদার বলেন, ভিডিও ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মোটরসাইকেলটির নম্বর সংগ্রহ করা হয়। পরে বিআরটিএ থেকে যাচাই করে নিশ্চিত হওয়া যায়, মোটরসাইকেলটির নম্বর ৫৪-৬৩৭৫ এবং এর মালিক আব্দুল হান্নান।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হান্নান বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন। কখনো বলেছেন মোটরসাইকেলটি বিক্রি করেছেন, আবার কখনো বলেছেন সেটি গ্যারেজে ছিল। তবে এসব দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি।
র্যাব জানায়, আটক হান্নান প্রধান সন্দেহভাজন ফয়সালকে চেনেন বলে স্বীকার করলেও দীর্ঘদিন যোগাযোগ নেই বলে দাবি করেছেন। তবে র্যাব কর্মকর্তাদের মতে, ফয়সাল তার পূর্বপরিচিত ও ঘনিষ্ঠজন। হান্নানের নির্দিষ্ট কোনো পেশাও নেই। তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করলে হামলার প্রধান সন্দেহভাজন ফয়সাল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
এ কারণে আব্দুল হান্নানকে ৫৪ ধারায় আটক দেখিয়ে থানায় তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার রাজধানীর পল্টনে বক্স কালভার্ট রোডে রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেল থেকে গুলি করে শরিফ ওসমান হাদিকে। বর্তমানে তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.
Post a Comment