খালেদা জিয়ার লন্ডন যাওয়া পেছাল, নতুন তারিখ নির্ধারণ

কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স দেশে না পৌঁছানোয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়ার সময় পিছিয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে এ তথ্য জানানো হয়েছে।
এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কারিগরি ত্রুটির কারণে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার ঢাকায় আসছে না। সব ঠিক থাকলে সেটা শনিবার (৬ ডিসেম্বর) পৌঁছাতে পারে।’
তিনি আরও বলেন, ‘ম্যাডামের (খালেদা জিয়া) শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে ইনশাআল্লাহ রোববার (৭ ডিসেম্বর) লন্ডন নেওয়া হবে।’
জানা যায়, লন্ডন ব্রিজ হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে। হাসপাতালটি লন্ডনের টেমস নদীর দক্ষিণ তীরে অবস্থিত এবং যুক্তরাজ্যের অন্যতম বৃহৎ বেসরকারি হাসপাতাল। এটি বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা প্রদান করে, যেমন—কার্ডিয়াক, অর্থোপেডিক, ক্যানসার ও স্নায়ুরোগ। হাসপাতালটিতে অত্যাধুনিক সুবিধা, বিশ্ববিখ্যাত চিকিৎসক এবং বিভিন্ন প্রযুক্তি রয়েছে।
দুই সপ্তাহ ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার শারীরিক পরিস্থিতি নিয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্বেগ ও উৎকণ্ঠা কাটছেই না। হাসপাতালের সামনে প্রতিদিনই বাড়ছে ভিড়। বিএনপির বাইরেও বিভিন্ন দলের নেতারা তার প্রতি সহমর্মিতা জানাচ্ছেন, নিয়মিত খোঁজখবর রাখছেন। অনেকে সশরীরে হাসপাতালে গিয়ে তাকে দেখে এসেছেন।
সংবাদ সম্মেলনে ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন। চিকিৎসার জন্য তারা লন্ডনে নেওয়ার পরামর্শ দিয়েছেন। সে অনুযায়ী সবকিছু ঠিক থাকলে কাতার রয়েল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে খালেদা জিয়াকে বৃহস্পতিবার মধ্যরাতের পর অথবা শুক্রবার সকালের মধ্যে লন্ডনে নিয়ে যাওয়া হবে। এ সময় খালেদা জিয়ার সঙ্গে বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক এবং বাইরের দুজন চিকিৎসক থাকবেন বলে জানান ডা. জাহিদ। বিমানে যাতে যে কোনো প্রতিকূলতার মধ্যেও তাকে সুস্থভাবে চিকিৎসা দেওয়া যায়, সেই লক্ষ্যে এ প্রস্তুতি।
খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে কি না—জানতে চাইলে ডা. জাহিদ বলেন, ‘আমরা মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু চিন্তা করছি না। মেডিকেল বোর্ড তিনবার ভার্চুয়ালি বৈঠক করেছে। যুক্তরাজ্য ও চীনের চিকিৎসকরা উনাকে ফিজিক্যালি (সশরীরে) দেখেছেন। তাদের সবার সঙ্গে সর্বশেষ
বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার সঙ্গে যাবেন ১৪ জন। তারা হলেন খালেদা জিয়ার পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান, চিকিৎসক অধ্যাপক আবু জাফর মো. (এ জেড এম) জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকি, ডা. মো. শাহাবুদ্দিন তালুকদার, ডা. নূরউদ্দিন আহমদ, ডা. মো. জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুন, স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) হাসান শাহরিয়ার ইকবাল ও সৈয়দ সামিন মাহফুজ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী মো. আবদুল হাই মল্লিক, সহকারী ব্যক্তিগত সচিব মো. মাসুদুর রহমান, গৃহকর্মী ফাতেমা বেগম ও রূপা শিকদার।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.
Post a Comment