খালেদা জিয়ার সবশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড

 খালেদা জিয়ার সবশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থায় বড় কোনো পরিবর্তন নেই বলে জানিয়েছে তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। একই সঙ্গে তাঁকে বিদেশে নেওয়ার মতো অবস্থাও এখনও তৈরি হয়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মেডিকেল বোর্ডের সদস্য ডা. জিয়াউল হক রোববার রাতে গণমাধ্যমকে জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে। সর্বশেষ মেডিকেল বোর্ড যে আপডেট দিয়েছিল, এখনো তেমনই আছে বলে উল্লেখ করেন তিনি। বড় কোনো উন্নতি যেমন হয়নি, তেমনি অবনতিও হয়নি। তিনি জানান, পরবর্তী কিছু পরীক্ষা-নিরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। সেসব রিপোর্ট পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমানে তিনি সিসিইউতেই চিকিৎসাধীন রয়েছেন।

মেডিকেল বোর্ডের আরেক সদস্য জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থায় কিছু ক্ষেত্রে সামান্য উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। তবে তা উল্লেখযোগ্য নয়। তার শারীরিক অবস্থা এখনো বিদেশে নেওয়ার মতো উপযোগী হয়নি। ভ্রমণের মতো শারীরিক সক্ষমতা অর্জন করতে সময় লাগবে বলে জানান তিনি। আপাতত দেশেই তাঁর চিকিৎসা চলবে

উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। ৮০ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস ও ডায়াবেটিসসহ কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র ও চোখের নানা জটিলতায় ভুগছেন।

🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment

Previous Post Next Post