স্বপ্নে দাঁত পড়লে কী হয়
মানুষ সচরাচর স্বপ্ন দেখে। এটা স্বাভাবিক বিষয়। মানুষ অনেক সময় নিজের চিন্তার বিষয়েও স্বপ্ন দেখে। অনেক সময় স্বপ্ন দেখে এর ব্যাখ্যা জানতে অস্থির হয়ে যায়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ঘুম হলো মানুষের ছোট মৃত্যু। ঘুমন্ত অবস্থাতেই সাধারণত আমরা স্বপ্ন দেখি। অনেক সময় স্বপ্নের বিষয়ে ভয়ও পেয়ে বসি আমরা। আজ কথা বলবো স্বপ্নে মাছ দেখলে কী হয়।

সত্য ও ভালো স্বপ্ন দেখলে আল্লাহর পক্ষ থেকে মনে করা ও আল্লাহর শুকরিয়া করা। আর মন্দ স্বপ্ন দেখলে শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা।
বিখ্যাত হাদিস বিশারদ ইবনে হাজার আসকালানি রহ. বলেন, ‘মানুষ যত স্বপ্ন দেখে তা মূলত দুই ধরনের হয়ে থাকে। সত্য স্বপ্ন। অসত্য স্বপ্ন। সত্য স্বপ্ন নবীদের ও তাদের অনুসারী নেককার লোকদের স্বপ্ন। দ্বিতীয় প্রকার হলো মিশ্র ধরনের মিথ্যা স্বপ্ন, যা কোনো ব্যাপারে সতর্ক করে। যেমন, শয়তানের খেলা যা দিয়ে কাউকে ভারাক্রান্ত করে তোলে। ফলে সে দেখে যে তার মাথা কেটে ফেলা হয়েছে। সত্য ও ভালো স্বপ্ন দেখলে আল্লাহর পক্ষ থেকে মনে করা ও আল্লাহর শুকরিয়া করা। আর মন্দ স্বপ্ন দেখলে শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। হজরত আবু সাঈদ খুদরি রা. বলেন, নবী করিম সা. বলেছেন, তোমাদের কেউ যদি এমন কোনো স্বপ্ন দেখে, যা সে পছন্দ করে, তাহলে তা আল্লাহর পক্ষ থেকে। সুতরাং তার উচিত আল্লাহর প্রশংসা আদায় করা ও অন্যদের স্বপ্ন সম্পর্কে বলা। কিন্তু সে যদি এমন স্বপ্ন দেখে যা সে অপছন্দ করে তাহলে তা শয়তানের পক্ষ থেকে। সুতরাং তার উচিত এর ক্ষতি থেকে আল্লাহর আশ্রয় চাওয়া। কাউকে এ স্বপ্ন সম্পর্কে না বলা। এমন করলে তার কোনো ক্ষতি হবে না। (বুখারি ৬৫৮৪; মুসলিম ৫৮৬২)
হজরত আয়শা রা. থেকে বর্ণিত। রাসুল সা. বলেন, তিন ব্যক্তি থেকে (হিসাব-নিকাশের) কলম উঠিয়ে রাখা হয়েছে, ১. ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ-না সে জাগ্রত হয়। ২. নাবালেগ, যতক্ষণ-না সে বালেগ হয়। ৩. পাগল ব্যক্তি, যতক্ষণ-না সে সুস্থ হয়। (তাহাবি, হাদিস ৩০২৮, আবু দাউদ, হাদিস ৪৪০৫, তিরমিজি, হাদিস ১৪২৩, সুনানে দারা কুতনি, হাদিস ১৭৩, মুসনাদে আহমাদ, হাদিস ৯৪০)
হজরত কাতাদা রা. বলেন, রাসুল সা. বলেছেন, ঘুমন্ত অবস্থার কোনো ভুল হলে এতে কোনো গুনাহ নেই, তবে সজাগ অবস্থায় হলে গুনাহ হবে। (মুসলিম, হাদিস ১৫৯৪, ইবনে খুজাইমা ৯৮৯, ইবনে হিব্বান, হাদিস ১৪৬০, তাহাবি, হাদিস ৯০২, আবু দাউদ, হাদিস ৪৪১)
স্বপ্নে দাঁত পড়তে দেখলে কী হয়
স্বপ্নে দাঁত পড়া প্রসঙ্গে বিখ্যাত স্বপ্নের ব্যাখ্যাকার আল্লামা ইবনে সিরিন রহ. বলেন- যদি কেহ স্বপ্নে দেখে তার দাঁত পড়ে গেছে, তাহলে তার ব্যাখ্যা হবে তার পরিবারের কেউ অসুস্থ হয়ে পড়বে। যদি দেখে দাঁত পড়ে হাতে এসে গেছে, অথবা সে নিজের কাপড়ে ধারণ করে নিয়েছে, কিংবা নিজের পকেটে পুরে নিয়েছে অথবা ঘরে রেখে দিয়েছে, তাহলে ব্যাখ্যা হবে তার ছেলে অথবা ভাই বোন জন্ম নিবে। সূত্র: স্বপ্নের ব্যাখ্যা, আল্লামা মুহাম্মদ ইবনে সিরীন রহ.।
খারাপ স্বপ্ন দেখলে সর্বপ্রথম করণীয় হলো আউজুবিল্লাহ পড়ে বাম দিকে থুথু নিক্ষেপ করা। আর পরের কাজ হলো কিছু দান সদকা করে দেয়া। দান এমন ঢাল যা সব বিপদ আপদ থেকে বান্দাকে রক্ষা করে।
00:01
Post a Comment