যে প্রক্রিয়ায় বাড়বে সরকারি বেতন

 

যে প্রক্রিয়ায় বাড়বে সরকারি বেতন




সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছে জাতীয় বেতন কমিশন। কর্মচারীর প্রতিটি পরিবারের ছয়জন সদস্য ধরে আর্থিক ব্যয় হিসাব করতে বলা হয়েছে এক সভায়।

সোমবার (২৯ সেপ্টেম্বর) প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ থেকে আগামী ছয় মাসের মধ্যে সরকারের কাছে সুপারিশ জমা দেবে বেতন কমিশন।



জাতীয় বেতন কমিশনের সদস্য সচিব মো. ফরহাদ সিদ্দিকের সই করা পাঠানো এ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।



বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ন্যায়সঙ্গত ও কার্যকরী বেতন কাঠামোর সুপারিশ প্রণয়নের লক্ষ্যে অনলাইনে মতামত গ্রহণের জন্য কমিশন মোট চারটি প্রশ্নমালা তৈরি করেছে। শুধু চাকরিজীবীদের জন্য একটি, সর্বসাধারণের জন্য একটি, প্রতিষ্ঠানের জন্য একটি এবং অ্যাসোসিয়েশন/সমিতির জন্য একটিসহ মোট চারটি প্রশ্নমালায় সংশ্লিষ্ট যে কেউ অংশ নিতে পারবেন।


আরও বলা হয়েছে, সব প্রশ্নমালা কমিশনের ওয়েবসাইট paycommission2025.gov.bd -এ পাওয়া যাবে। আগামী ১৫ অক্টোবর ২০২৫-এর মধ্যে আগ্রহী চাকরিজীবী/ব্যক্তি/প্রতিষ্ঠান/সমিতি উক্ত প্রশ্নমালা অনলাইনে পূরণ করতে পারবেন। অ্যাসোসিয়েশন বা সমিতির কেউ কমিশনের সঙ্গে সাক্ষাৎ করতে ইচ্ছুক হলে অ্যাসোসিয়েশন বা সমিতির জন্য নির্ধারিত প্রশ্নমালা পূরণ করে জানাতে পারবেন। জাতীয় বেতন কমিশন, ২০২৫ সবার সহযোগিতা কামনা করছে।


গত ২৭ জুলাই ২৩ সদস্যের ‘জাতীয় বেতন কমিশন, ২০২৫’ গঠন করে সরকার। বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সরকারের কাছে সুপারিশ দেবে এ কমিশন। তাতে কর্মচারীর পরিবারের সদস্য ছয়জন ধরে আর্থিক ব্যয় হিসাব করতে বলা হয়েছে।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post