বাগদান সারলেন ইশরাক হোসেন, পাত্রী কে
বাগদান সেরেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
শনিবার (১১ অক্টোবর) প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গতকাল (শুক্রবার) রাতে পারিবারিকভাবে বাগদান সারেন বিএনপির এই নেতা।
জানা গেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রী পরিষদের সদস্য টাঙ্গাইল জেলা সাবেক সাংসদ নুর মোহাম্মদ খানের বড় মেয়ে ব্যারিস্টার নুসরাত খানকে আংটি পড়ানো হয়েছে।
ইশরাক হোসেন ঢাকার অবিভক্ত সিটি করপোরেশনের সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকার বড় ছেলে। তিনি বিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্যও।
ইশরাকের মা ইসমত হোসেন ও কনে পক্ষের বাবা নুর মোহাম্মদ খান জানিয়েছেন, পারিবারিকভাবেই বাগদানের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। দুই পরিবারই সবার কাছে নবদম্পতির জন্য দোয়া চেয়েছেন।
/অ
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.
Post a Comment