যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিন মুক্ত না হবে ততক্ষণ সংগ্রাম চালিয়ে যেতে হবে: শহিদুল আলম

 

যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিন মুক্ত না হবে ততক্ষণ সংগ্রাম চালিয়ে যেতে হবে: শহিদুল আলম

যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিন মুক্ত না হবে ততক্ষণ সংগ্রাম চালিয়ে যেতে হবে: শহিদুল আলম

অবশেষে ইসরায়েলের সবচেয়ে বড় আটক কেন্দ্র কেৎজিয়েত থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। আজ শনিবার (১১ অক্টোবর) ভোরে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান সহকর্মী, স্বজন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

এসময় তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিন মুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে হবে।

গাজা অভিমুখী নৌ অবরোধ ভাঙার অভিযানে যোগ দেয়া ফ্রিডম ফ্লোটিলার ‘কনশানস’ নৌযান থেকে আটক হয়েছিলেন আলোকচিত্রী শহিদুল আলম। এরপর ছাড়া পেয়ে গতকাল শুক্রবার দুপুরে তিনি তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান, সেখানে কনসাল জেনারেল মিজানুর রহমান তাকে স্বাগত জানান।

শনিবার ভোরে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছানোর পর শহিদুল আলম জানান নিজের অভিজ্ঞতার কথা। এসময় তিনি দুঃখ প্রকাশ করে বলেন, আটক হওয়ার পর তার হাতে থাকা বাংলাদেশি পাসপোর্ট দেখে ইসরায়েলি বাহিনী ক্ষিপ্ত হয়ে সেটি ছুড়ে ফেলে দেয়। এটা আমাকে ভীষণভাবে আক্রান্ত করেছে।

তিনি আরও বলেন, আমাদের সঙ্গে ত্রাণ ছিল। কিন্তু সেই ত্রাণ ইসরায়েলিরা নিয়ে গেছে। 


🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment

Previous Post Next Post