আপত্তিকর ভিডিও ভাইরাল, গুগল-ইউটিউবের কাছে ৫ কোটি ক্ষতিপূরণ চেয়ে অভিষেক–ঐশ্বরিয়ার মামলা
আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার কারণে এবার কঠোর পদক্ষেপ নিলেন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব ও গুগলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন তারা।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গুগল ও অন্যান্য প্ল্যাটফর্মের বিরুদ্ধে ৪ লাখ ৫০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি ৪৭ লাখ ৬৪ হাজার টাকা) ক্ষতিপূরণ দাবি করেছেন অভিষেক ও ঐশ্বরিয়া দম্পতি। একইসঙ্গে ভুয়া ভিডিও শেয়ার করা নিয়ে স্থায়ী নিষেধাজ্ঞার দাবি জানিয়েছেন তারা।
মামলায় অভিযোগের একাধিক লিঙ্ক ও স্ক্রিনশট রয়েছে, যেখানে ইউটিউব ভিডিওতে তাদের নিয়ে ভয়াবহ কাল্পনিক যৌন উস্কানিমূলক বিষয় দেখানো হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে।
এ তারকা দম্পতি আদালতকে জানিয়েছেন, ইউটিউবে কয়েকটি ভিডিও পাওয়া গেছে, যেখানে তাদের ছবি ও কণ্ঠস্বর ব্যবহার করে ভুয়া, বিভ্রান্তিকর ও মানহানিকর দৃশ্য তুলে ধরা হয়েছে। যা কেবল তাদের সুনামই নষ্ট করছে না, বরং তাদের গোপনীয়তার মৌলিক অধিকারেরও মারাত্মক লঙ্ঘন।

অভিষেক ও ঐশ্বরিয়া যুক্তি দেন যে, কৃত্রিম বুদ্ধিমত্তার প্ল্যাটফর্মগুলোকে এ ধরনের পক্ষপাতদুষ্ট কনটেন্টের ওপর ভিত্তি করে প্রশিক্ষণ দেয়া হয়, যা তাদের নেতিবাচকভাবে উপস্থাপন করে। ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলরা এ ধরনের খারাপ বিষয় শিখতে পারে এবং এ কারণে তা অল্পতেই ছড়িয়ে পড়ে।
এর আগে গত মাসে দিল্লি হাইকোর্ট আদালতে গুগলের আইনজীবীকে ১৫ জানুয়ারি পরবর্তী শুনানির আগে লিখিত প্রতিক্রিয়া জমা দেয়ার কথা বলেছিলেন।
প্রসঙ্গত, ঐশ্বরিয়ার শেষ সিনেমা ছিল মণি রত্মনের ‘পোন্নিয়িন সেলভান ২’, যা ২০২৩ সালে মুক্তি পেয়েছিল। এরপর প্রায় দুই বছরেও নতুন কোনো প্রকল্প ঘোষণা করেননি তিনি। জানা গেছে, পরবর্তীতে শাহরুখ খান ও সুহানা খানের সঙ্গে সিদ্ধার্থ আনন্দের ‘কিং’-এ দেখা যাবে তাকে।
Post a Comment