রমনা পার্কের লেকে ভাসছিল ওয়াসিমুলের মরদেহ

 

রমনা পার্কের লেকে ভাসছিল ওয়াসিমুলের মরদেহ

রাজধানীতে রমনা পার্কের লেক থেকে ওয়াসিমুল হক (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

প্রতীকী ছবি

শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

 
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, শুক্রবার বেলা ১১টার দিকে রমনা লেকের পাড়ে জুতা রেখে হাঁটু পানিতে নেমে ওই লোককে হাত-মুখ ধুতে দেখেন স্থানীয় কয়েকজন ফটোগ্রাফার। এর কিছুক্ষণ পর একই স্থান দিয়ে তারা যাওয়ার সময় ওই লোককে সেখানে না দেখলেও তার জুতা পড়ে থাকতে দেখেন। তখন সন্দেহ হলে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন তারা। এর কিছুক্ষণের মধ্যেই ওই স্থানেই লেকের পানিতে তার মরদেহ ভেসে উঠে৷ সঙ্গে সঙ্গে তারা থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পানি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এসআই জানান, সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থলে এসে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে তার পরিচয় শনাক্ত করেন। এরপর পরিবারকে খবর দেয় হয়। পরিবার জানায়, তিনি মানসিক ভারসাম্যহীন। স্ত্রী, সন্তান কিছুই নেই তার। ইস্কাটন গার্ডেন এলাকায় মায়ের সঙ্গে থাকতেন। পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেলেও বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post