‘আমাকে আপনারা বাঁচান’, ফেসবুক লাইভে অভিনেত্রীর আর্তনাদ

 

‘আমাকে আপনারা বাঁচান’, ফেসবুক লাইভে অভিনেত্রীর আর্তনাদ

‘আমাকে আপনারা বাঁচান’, ফেসবুক লাইভে অভিনেত্রীর আর্তনাদ

সানজিদা রিন্টু

ছোটপর্দার উঠতি অভিনেত্রীদের একজন সানজিদা রিন্টু। সাধারণত কাজ নিয়েই সবসময় সোশ্যাল মিডিয়ায় সক্রিয় দেখা যায় তাকে। সম্প্রতি লাইভে এসে স্বামীর বিরুদ্ধে ন্যক্কারজনক নির্যাতনের অভিযোগ তুলেছেন তিনি। লাইভে বারবার বলছিলেন, ‘আমাকে বাঁচান, পুলিশ পাঠান, আমাকে এখান থেকে নিয়ে যান।’


রোববার (১২ অক্টোবর) সন্ধ্যায় ফেসবুক লাইভে আসেন সানজিদা রিন্টু। এ সময় তার লাইভ থেকে দেখা যায়, বাসার ভেতরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে। ভাঙা কাচ, ছড়ানো বিভিন্ন জিনিসপত্র এবং এলোমেলো অবস্থায় নানা আসবাবপত্র পড়ে রয়েছে। এ সবকিছুতেই উত্তেজনা ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি ছিল স্পষ্ট।

অভিনেত্রী সানজিদা জানান, গত মাসেই স্বামীর কাছ থেকে ডিভোর্স পেয়েছেন তিনি। কিন্তু সেই স্বামী এখনো বাড়িতে থেকে তাকে হুমকি দিচ্ছেন এবং মারধর করছেন।

এ সময় নিজের হাতের কিছু দাগ দেখিয়ে লাইভে কান্না করতে করতে বলেন, ওরা চায় পুরো পরিবার আমার আয় দিয়ে চলবে। আমি ইনকাম করে আনব আর তারা খাবে। আমার ওপর নির্যাতন চালাবে। দেখেন, আমাকে মেরে কী করেছে।

এ অভিনেত্রী স্বামীর বিরুদ্ধে অনৈতিক ও অবৈধ সম্পর্কেও কথা বলেন। কিন্তু লাইভ চলাকালীনই হাতের ফোন তার স্বামী কেড়ে নেয়ার কারণে লাইভটি শেষ হয়ে যায়।

প্রসঙ্গত, সানজিদা রিন্টু একজন উঠতি অভিনেত্রী। কিছু নাটকে কাজ করেছেন তিনি। যদিও এ পর্যন্ত তাকে বিশেষ কোনো কাজের মাধ্যমে আলোচনায় দেখা যায়নি। তবে লাইভে এসে স্বামীর বিরুদ্ধে তার কথা বলার বিষয়টি বেশ তোলপাড় সৃষ্টি করেছে সোশ্যাল মিডিয়ায়।

দর্শক ও নেটিজেনরা অভিনেত্রীর লাইভটি দেখে শঙ্কিত হয়ে তার নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কেউ কেউ দ্রুত প্রশাসনের পদক্ষেপে সানজিদা রিন্টুকে সুরক্ষা দেয়ার দাবি জানিয়েছেন।


সারাদিনের সর্বশেষ খবর পেতে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন চ্যানেল 24 অ্যাপ-


🎁 Your Special Offer is Loading...

Please wait a moment. You'll be redirected automatically after the countdown.

10s

⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Post a Comment

Previous Post Next Post