হঠাৎ চমক দেখালেন বিএনপির সালাউদ্দিন আহমেদ

বিএনপির মনোনীত প্রার্থী মো. আবুল কালাম ও মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলার মধ্যে চলমান বিরোধ মিটিয়ে চমক দেখালেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। ফলে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে আবুল কালামকে সমর্থন জানিয়েছেন দোলা।
শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বিএনপির দলীয়
কার্যালয়ে দুজনকে ডেকে সমস্যাটি সমাধান করেন সালাউদ্দিন আহমেদ। পরে দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মো. আবুল কালামকে সমর্থন করে নির্বাচনে সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেন সামিয়া আজিম দোলা।
. আবুল কালামকে সমর্থন করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধান শীষ প্রতীককে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান সামিরা আজিম দোলা।এর আগে, গত ৯ নভেম্বর দুপুরে লাকসাম ছনগাঁও এলাকায় গণসংযোগ করেন সামিরা আজিম দোলা। যাওয়ার পথে কালাম সমর্থনকারীদের সঙ্গে দ্বন্দ্ব হয়। এ বিষয়টি বিএনপির স্থায়ী কমিটির নেতাদের নজরে আসে। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলে সমস্যাটি নিরসন করেন সালাউদ্দিন আহমেদ।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.
Post a Comment