যেসব জিনিস ঘরে থাকলেই কমে যাবে ওয়াইফাইয়ের গতি

বাসায় বসে ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে অনেকেই ধীরগতির সমস্যায় ভোগেন। ভিডিও দেখতে গিয়ে বারবার বাফারিং, অনলাইন গেমে ল্যাগ কিংবা ঘরের কোনাকাঞ্চিতে নেটওয়ার্ক হারিয়ে যাওয়া এসব সমস্যার জন্য সাধারণত দোষ দেওয়া হয় ইন্টারনেট কোম্পানিকে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এর পেছনে দায়ী হতে পারে ঘরের ভেতরকার কিছু জিনিসপত্রও। আয়না, ধাতব আসবাব, মাইক্রোওয়েভ ওভেন, ব্লুটুথ ডিভাইস কিংবা পানিভর্তি অ্যাকুয়ারিয়াম এসব জিনিস ওয়াই-ফাই সিগনাল দুর্বল করে দেয়। তবে চিন্তার কিছু নেই, সমাধানও খুব সহজ। রাউটারকে এসব জিনিস থেকে দূরে সরিয়ে রাখলেই ইন্টারনেটের গতি বেড়ে যাবে চোখে পড়ার মতো।
ঘরের যে ৮টি জিনিস ওয়াই-ফাইয়ের শত্রু
আয়না – রাউটারের সিগনাল প্রতিফলিত হয়ে দুর্বল হয়ে যায়।
ধাতব আসবাব – আলমারি বা টেবিল সিগনাল আটকে দেয়।
মাইক্রোওয়েভ ওভেন – তরঙ্গ সরাসরি ওয়াই-ফাইয়ের সঙ্গে সংঘর্ষ ঘটায়।
ব্লুটুথ ডিভাইস – একই ফ্রিকোয়েন্সিতে কাজ করায় বিঘ্ন ঘটায়।
অ্যাকুয়ারিয়াম – পানির কারণে আশপাশে তৈরি হয় ‘ডেড জোন’।
ভারী আসবাব – বড় সোফা বা খাট সিগনাল ছড়িয়ে পড়তে বাধা দেয়।
মোটা দেয়াল – দেয়ালের আড়ালে সিগনাল দুর্বল হয়ে যায়।
অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতি – টেলিভিশন, ফ্রিজ বা কর্ডলেস ফোন সিগনালে সংঘর্ষ ঘটায়।
বিশেষজ্ঞদের পরামর্শ, রাউটার সবসময় ঘরের মাঝখানে খোলা জায়গায় রাখতে হবে। সম্ভব হলে উঁচুতে রাখা ভালো। রাউটারের আশপাশে যেন আয়না, ধাতব আসবাব বা ইলেকট্রনিক যন্ত্রপাতি না থাকে। মাত্র কয়েক মিনিট সময় নিয়ে এ পরিবর্তন করলেই ঘরের ওয়াই-ফাইয়ের গতি হবে দুর্দান্ত।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.
Post a Comment